AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshya Sen: পয়লা রাউন্ডেই বিশ্বসেরার মুখে, ফাইনাল ধরে কোর্টে নামছেন লক্ষ্য

BWF World Championships 2025: চিনের শাটলার অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। দুরন্ত ফর্মেও আছেন। চলতি বছর তিনটে খেতাব জিতেছেন। লক্ষ্য অবশ্য এত কিছু মাথায় রেখে নামছেন না। এর আগে একবার হারিয়েছেন শি-কে। সেই জয়ের ইতিবাচক দিকগুলোই থাকবে মাথায়।

Lakshya Sen: পয়লা রাউন্ডেই বিশ্বসেরার মুখে, ফাইনাল ধরে কোর্টে নামছেন লক্ষ্য
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Aug 25, 2025 | 5:16 PM
Share

বিশ্ব চ্যাম্পিয়নশিপের শুরুতেই কঠিন লক্ষ্যের সামনে লক্ষ্য সেন। পয়লা রাউন্ডেই বিশ্বের এক নম্বর শাটলার শি ইয়ু কুইয়ের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় তারকাকে। আজ থেকে প্যারিসে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যেখানে খেলতে নামবেন লক্ষ্য, গত বছর সেখানেই খুইয়েছিলেন অলিম্পিকের পদক। অতীত মাথায় রাখছেন না তিনি। বরং শি-র বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ধরেই কোর্টে নামছেন লক্ষ্য। চিনের শাটলার অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। দুরন্ত ফর্মেও আছেন। চলতি বছর তিনটে খেতাব জিতেছেন। লক্ষ্য অবশ্য এত কিছু মাথায় রেখে নামছেন না। এর আগে একবার হারিয়েছেন শি-কে। সেই জয়ের ইতিবাচক দিকগুলোই থাকবে মাথায়।

অতীত নিয়ে লক্ষ্যর মন্তব্য, ‘আমি এত কিছু মাথায় রাখছি না। তাতে বাড়তি চাপ তৈরি করে। এই বছরের শুরু থেকে খুব ভালো যাচ্ছে না। তবে আমি মোটিভেট করছি নিজেকে। ছন্দ ফিরে পেতে হলে কী করা দরকার, তার জন্য কঠিন পরিশ্রম করেছি। মোটিভেট করতে হবে নিজেকে, জয়ের খিদে রাখতে হবে। কোর্টে নিজের উপর আস্থা রাখতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলতে হবে। তবেই অন্যরকম কিছু ভাবা যেতে পারে। ও ভীষণ শক্তিশালী, ধারাবাহিক এবং কঠিন প্রতিপক্ষ। কোয়ার্টার, সেমি কিংবা ফাইনালে অপ্রতিরোধ্য। পয়লা রাউন্ডেই শি-র বিরুদ্ধে খেলা একটা ভালো সুযোগ আমার জন্য।’

বিশ্ব চ্যাম্পিয়নশিপে শি-ই হটফেভারিট। তবে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ছিটকে গিয়েছিলেন চিনের প্লেয়ার। শি পদক জেতার জন্য আরও আগ্রাসী থাকবেন। তবে টুর্নামেন্টের শুরুতেই চিনের শাটলার ছন্দে খুঁজে পাওয়ার আগেই লক্ষ্যপূরণ করতে চান লক্ষ্য। ‘অলিম্পিকের পদক হারানোটা অনেকদিন মেনে নিতে পারিনি। কিন্তু সময় যত গিয়েছে, কিছু না কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। আমাকে মানসিক ভাবে আরও কঠিন করেছে।’

বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এখন ২১ নম্বরে আছেন লক্ষ্য। চলতি মরসুমটাতে কার্যত দাগই কাটতে পারেননি লক্ষ্য। অধিকাংশ টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন। মাত্র দু’বার কোয়ার্টার ফাইনালে গিয়েছেন। তবে চলতি বছর ইন্দোনেশিয়া ওপেনে মুখোমুখি হয়েছেন লক্ষ্য-শি। ওই ম্যাচে দুরন্ত খেলেছিলেন ভারতের শাটলার। প্রথম গেম হেরে গেলেও দ্বিতীয় গেমে প্রবলভাবে ফিরে আসেন। তৃতীয় গেমেও জেতার মতো জায়গায় ছিলেন। কিন্তু কিছু ভুলের খেসারত দিয়ে শেষ পর্যন্ত হেরে যান। লক্ষ্য বলেছেন, ‘বিশ্ব মিটে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। প্যারিসে খেলার জন্য় সব সময় মুখিয়ে থাকি। কঠিন গ্রুপে পড়েছি। তাই প্রথম রাউন্ড থেকেই আমি ফাইনাল ধরে কোর্টে নামব।’