Marcelo: বিপক্ষের ফুটবলারকে শিউরে ওঠা ট্যাকল মার্সেলোর, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা
খেলার মাঠ এক আশ্চর্য দুনিয়া। ইচ্ছাকৃত ভুল না করলেও কেউ কেউ গভীর অনুতাপে ভোগেন। নিজেকে দোষেন। ইন্সটাতে প্রার্থনা করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তাঁর সতীর্থ ফুটবলার।
বুয়েনস আইরেস: কেরিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত! এ ভাবেই ব্যাখ্যা করছেন তিনি। লাল কার্ড এর আগেও দেখেছেন। কিন্তু এমন অনুশোচনা বোধহয় কখনও হয়নি তাঁর। ট্যাকল এর আগেও করেছেন। কিন্তু মনোঃকষ্টে পড়তে হয়নি। এতটাই যে মাঠ ছাড়ার সময় কেঁদে ফেললেন নিজেই। খেলার মাঠ এক আশ্চর্য দুনিয়া। ইচ্ছাকৃত ভুল না করলেও কেউ কেউ গভীর অনুতাপে ভোগেন। নিজেকে দোষেন। ইন্সটাতে প্রার্থনা করেন, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তাঁর সতীর্থ ফুটবলার। যিনি কেঁদে ফেলেছেন মাঠ ছাড়ার সময়, তাঁর নাম মার্সেলো (Marcelo)। প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা এখন খেলেন ফ্লুমিনেন্সের হয়ে। কোপা লিব্রেতাদোরেসের একটা ম্যাচে আর্জেন্টিনোস জুনিয়র টিমের এক ফুটবলারের কেরিয়ার প্রায় শেষ হয়ে যেতে চলেছে তাঁরই জন্য। ওই শিউরে ওঠা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কী ঘটেছে, তুলে ধরল TV9Bangla Sports।
দিয়েগো মারাদোনা স্টেডিয়ামে হোম টিম আর্জেন্টিনোস জুনিয়র ১-০ এগিয়েছিল। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার ফুটওয়ার্ক এবং স্কিল নিয়ে বরাবর আলোচনা হয়েছে। সেই মার্সেলো টিমকে এগিয়ে দেওয়ার জন্য একটা বল নিয়ে এগোতে শুরু করেন বিপক্ষ বক্সের দিকে। প্রতিপক্ষের এক ফুটবলারকে কাটিয়েও নেন। ঠিক তখনই লুসিয়ানো সাঞ্চেস নামের এক ফুটবলার পা বাড়ান। মার্সেলো ওই সময় গতিতে ছিলেন। নিজেকে থামাতে পারেননি। অনিচ্ছাকৃত সাঞ্চেসের পায়ের উপর দিয়ে চলে যান। গোটা তখন দৃশ্য দেখে তখন শিউরে ওঠে। মার্সেলোর অনিচ্ছাকৃত ট্যাকলের জন্য দু’টুকরো হয়ে যায় সাঞ্চেসের পা। সাঞ্চেস জুনিয়র ফুটবলার। তাঁর কেরিয়ার কার্যত শেষ হয়ে যাওয়ার মুখে। মার্সেলোকে রেফারি লাল কার্ড দেখান সঙ্গে সঙ্গে। সাঞ্চেসকে দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো।
Oh. my. days. ??
Really nasty leg break. Marcelo sent off pic.twitter.com/D2ZFz5wUoB
— Calvin ♨️ (@TrentDeBruyne) August 1, 2023
পরে ইন্সটাতে মার্সেলো লিখেছেন, ‘দিনটা আমার কাছে অত্যন্ত কঠিন ছিল। আমি অনিচ্ছাকৃত ভাবে আমার বিপক্ষ টিমের এক ফুটবলারকে চোটে ফেলে দিয়েছি। ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। পৃথিবীর সব শক্তি ওকে দাও।’
View this post on Instagram
ওই দুর্ঘটনার পর সাঞ্চেসকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাঁটু ডিসলোকেটেড হয়ে গিয়েছে তাঁর। যা খবর পাওয়া যাচ্ছে, তাতে আর মাঠে ফিরতে পারবেন কিনা, এখনই বলা যাচ্ছে না। চোটের বহর মারাত্মক। ফ্লুমিনেন্স এফসির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লুসিয়ানো সাঞ্চেস একটা দুর্ঘটনায় মারাত্মক চোট পেয়েছে। ও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, সেই প্রার্থনাই আমরা করছি।’