করোনা কেড়ে নিল সোনাজয়ী হকি তারকা রবীন্দ্র পাল সিংকে

১৯৮০ সালেই শেষ বার অলিম্পিকে সোনা পেয়েছিল ভারত। ওই টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবীন্দ্র (Ravinder Pal Singh)।

করোনা কেড়ে নিল সোনাজয়ী হকি তারকা রবীন্দ্র পাল সিংকে
করোনায় ফের নক্ষত্রপতন।
Follow Us:
| Updated on: May 08, 2021 | 2:18 PM

নয়াদিল্লি: করোনায় (COVID-19) ফের নক্ষত্রপতন। মারণ ভাইরাস করোনা কেড়ে নিল মস্কো অলিম্পিকে (Moscow Olympic) সোনাজয়ী হকি খেলোয়াড় রবীন্দ্র পাল সিংকে (Ravinder Pal Singh)। করোনা আক্রান্ত হয়ে ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হতে হয় রবীন্দ্রকে। ১৯৮০ সালের সোনাজয়ী অলিম্পিয়ানের পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারই করোনা মুক্ত হন তিনি। কিন্তু শুক্রবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশনেও রাখতে হয়। কিন্তু শেষ রক্ষা হল না। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২ সপ্তাহ ধরে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে শেষমেশ হেরে গেলেন রবীন্দ্র।

প্রাক্তন হকি প্লেয়ারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াজগৎ। ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু টুইট করেন, “শ্রী রবীন্দ্র পাল সিংজি করোনার কাছে হেরে গিয়েছেন, জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। তাঁর মৃত্যুর সাথে সাথে ভারত ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে হকি দলের সোনাজয়ী এক সদস্যকে হারিয়েছে। ভারতীয় খেলাধুলায় তাঁর অবদান সবসময় মনে রাখা হবে। ওম শান্তি।”

১৯৮০ সালেই শেষ বার অলিম্পিকে সোনা পেয়েছিল ভারত। ওই টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবীন্দ্র। হকি ইন্ডিয়ার তরফ থেকেও শোকপ্রকাশ করে টুইটারে বলা হয়, “১৯৮০ সালের মস্কো অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য, রবীন্দ্র পাল সিংয়ের মৃত্যুর খবর সম্পর্কে জানতে পেরে আমরা খুবই দুঃখিত। হকি ইন্ডিয়া তাঁর পরিবার এবং প্রিয়জনের প্রতি সমবেদনা জানায়।”

আরও পড়ুন: টোকিও অলিম্পিক হচ্ছেই: IOC