East Bengal: ৩৩ বছর পর হকি লিগ চ্যাম্পিয়ন হয়েও বিতর্কে ইস্টবেঙ্গল

ফুটবলে যখন শুধুই ব্যর্থতা, সাফল্য ধরা দিল হকিতে। ৩৩ বছর পর কলকাতা হকি লিগ (Kolkata Hockey League) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal)।

East Bengal: ৩৩ বছর পর হকি লিগ চ্যাম্পিয়ন হয়েও বিতর্কে ইস্টবেঙ্গল
East Bengal: ৩৩ বছর পর হকি লিগ চ্যাম্পিয়ন হয়েও বিতর্কে ইস্টবেঙ্গল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 8:10 PM

কলকাতা: ফুটবলে যখন শুধুই ব্যর্থতা, সাফল্য ধরা দিল হকিতে। ৩৩ বছর পর কলকাতা হকি লিগ (Kolkata Hockey League) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু তাতে লেগে রইল বিতর্কের ছিটে। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিল পঞ্জাব স্পোর্টস। হকি লিগ জয়ের জন্য ১ পয়েন্ট দরকার ছিল। ১২ ম্যাচে লাল-হলুদের পয়েন্ট ৩১। পঞ্জাব টিম নামাতে না পারায় ১৯৮৯ সালের পর ফের হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। বহু দিন পর হকি লিগে টিম নামিয়েছে লাল-হলুদ। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দিনেও থাকল বিতর্ক। পঞ্জাব স্পোর্টসের অভিযোগ, শুক্রবার রাত বারোটার পর তাদের রাজ্য হকি সংস্থার তরফে ইমেল করে জানানো হয়, বিকেল ৩:৪৫ মিনিটের পরিবর্তে শনিবার ম্যাচ হবে দুপুর ২.৩০ থেকে। ওই ইমেল পাওয়ার আগে আবার সন্ধে নাগাদ পঞ্জাব স্পোর্টসের পক্ষ থেকে ম্যাচ পিছনোর আবেদন জানান হয়েছিল। পঞ্জাব স্পোর্টসের ২ জন খেলোয়াড় কোভিড পজিটিভ। ৪ জন খেলোয়াড় জাতীয় টুর্নামেন্ট খেলতে বাইরে। তাই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল। তা মানা তো হয়ইনি, উল্টে ম্যাচের সময় এগিয়ে দেওয়া হয়। যে কারণে আর টিমই নামাতে পারল পঞ্জাব স্পোর্টস।

পঞ্জাব স্পোর্টসের এক কর্তা বলেন, ‘আমরা কখনও বলিনি যে, ম্যাচ খেলব না। কিন্তু রাত বারোটার সময় আচমকা হকি বেঙ্গল জানাল ম্যাচের সময় এগিয়ে নেওয়া হয়েছে। ৩.৪৫ মিনিটে খেলা হলে আমরা দল নামাতে পারতাম। ওড়িশা থেকে কয়েকজন খেলোয়াড় এসে খেলতে পারত।’ রাজ্য হকি সংস্থার সচিব ইসতিয়াক আলি স্বীকার করেন যে, রাত সাড়ে এগারোটার সময় তাঁরা ইমেল করে পঞ্জাব স্পোর্টসকে জানাযন ম্যাচের সময়সীমা এগিয়ে আনা হয়েছে। কিন্তু ম্যাচের সময় বদলানোর সঠিক কারণ কী, তা অবশ্য তিনি ব্যাখ্যা করতে পারেননি। ঘটনা এখানেই শেষ নয়। হকি সংস্থার প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়ও জানতেন না, যে ম্যাচের সময় পাল্টে গিয়েছে। শনিবার বিকেলে মাঠে এসে জানতে পারেন, ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল দুপুর ২:৩০ মিনিটে। সেই পুরনো প্রশ্ন আবার উঠছে, ময়দানের বড় ক্লাব বলেই বাড়তি সুবিধে পেল ইস্টবেঙ্গল?

নিয়মের তোয়াক্কা না করে আর একটি আশ্চর্য ঘটনা ঘটল। যে কোনও টুর্নামেন্টেই কোনও দল ওয়াকওভার দিলে, সেই ম্যাচের ভাগ্য ঠিক করে টুর্নামেন্ট কমিটি। অথচ কলকাতা হকি লিগে দেখা গেল বেনজির নিয়ম। ওয়াকওভার দেওয়ার পর মাঠেই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। হকি সংস্থার প্রেসিডেন্ট বলেন, ‘মিটিংয়ের পর চূড়ান্ত ঘোষণা হবে।’ অথচ তিনি মাঠ ছাড়ার কয়েক ঘণ্টার ভেতরেই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা হকি সংস্থার। প্রেসিডেন্ট এক বলছেন, সচিব করছেন আর এক। একই সংস্থার ভেতরে জোড়া নিয়ম। ইস্টবেঙ্গল হকি লিগ চ্যাম্পিয়ন হলেও বিতর্ক রয়েই গেল।

আরও পড়ুন: GT vs DC Score, IPL 2022: বিজয়কে ফেরালেন কুলদীপ, দ্বিতীয় উইকেট হারাল গুজরাত