India vs Pakistan: ভারতকে চমকে দেওয়ার চ্যালেঞ্জ পাকিস্তানের কোচ সাকলিনের

Asian Champions Trophy: ভারতের বিরুদ্ধে নামার আগে নানা হুঙ্কার পাকিস্তান হকি দলের কোচ মহম্মদ সাকলিনের।

India vs Pakistan: ভারতকে চমকে দেওয়ার চ্যালেঞ্জ পাকিস্তানের কোচ সাকলিনের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 12:14 AM

আরও একটা ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষা। ৯ অগস্ট চেন্নাইতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। চেন্নাইতে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের বিরুদ্ধে নামার আগে নানা হুঙ্কার পাকিস্তান হকি দলের কোচ মহম্মদ সাকলিনের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

চেন্নাইতে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে পাকিস্তান হকি দল। তবে প্রস্তুতির দিক থেকে ভারতীয় দল অনেকটা এগিয়ে বলেই মনে করেন পাকিস্তান হকি দলের কোচ মহম্মদ সাকলিন। তবে ভারতকে চমকে দিতে তৈরি তাঁর দল, এমনটাই মন্তব্য পাক কোচের।

চেন্নাইতে অনুশীলন শেষে পাকিস্তান কোচ সাকলিন বলেন, ‘প্রস্তুতির দিক থেকে ভারত নিঃসন্দেহে অনেকটা এগিয়ে রয়েছে। ওরা টুর্নামেন্ট খেলে এসেছে। আমরা দীর্ঘ দিন খেলার মধ্যে নেই। এটা ক্রিকেট ম্যাচ হলেও একই পরিস্থিতি হত। ভারতের বিরুদ্ধে আমরা আরও ম্যাচ খেলতে চাই। সেটা দু-দেশের জন্যই লাভজনক। ফিটনেসের দিক থেকেও ভারত এগিয়ে। চেন্নাইয়ের প্রচণ্ড গরমে আমরাও প্রস্তুতি সারছি। টুর্নামেন্টে ভারতকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত।’

এ বছর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি পাকিস্তান হকি দল। ভারতের মাটিতে বিশ্বকাপেও খেলতে পারেনি। পাকিস্তান কোচ অবশ্য প্রস্তুতির দিক থেকে আত্মবিশ্বাসী। আরও যোগ করেন, ‘গত তিন মাস ধরে আমরা প্রস্তুতি সারছি। নানা বিষয়েই ফোকাস ছিল আমাদের। আক্রমণাত্মক খেলার দিকেই মন দিয়েছি। আমি মনে করি, এই টুর্নামেন্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি সেরেছি আমরা।’