Men’s Asian Champions Trophy 2023: সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে তিনগুণ মজা, কীভাবে দেখবেন ম্যাচ?

চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে আজ, (৩ অগস্ট, বৃহস্পতিবার) এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির (Men's Asian Champions Trophy 2023) সপ্তম সংস্করণ শুরু হচ্ছে।

Men's Asian Champions Trophy 2023: সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে তিনগুণ মজা, কীভাবে দেখবেন ম্যাচ?
Men's Asian Champions Trophy 2023: সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে তিনগুণ মজা, কীভাবে দেখবেন ম্যাচ?Image Credit source: Hockey India Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 3:54 PM

চেন্নাই: দীর্ঘ ১৬ বছর পর চেন্নাইয়ে ফিরছে আন্তর্জাতিক হকি (Hockey) ম্যাচ। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে আজ, (৩ অগস্ট, বৃহস্পতিবার) এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির (Men’s Asian Champions Trophy 2023) সপ্তম সংস্করণ শুরু হচ্ছে। টুর্নামেন্টের প্রথম দিনই হকিপ্রেমীদের জন্য থাকছে তিনগুণ মজা। কারণ, আজ তিনটি ম্যাচ হবে। এই টুর্নামেন্টের প্রথম দিনই খেলবে আয়োজক ভারত। ম্যাচ রয়েছে পাকিস্তানেরও। যদিও এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজই ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নয়। দুই দলের প্রতিপক্ষ আলাদা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় এবং কীভাবে সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি দেখবেন।

এক ঝলকে দেখে নিন সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনীতে কোন তিনটি ম্যাচ হবে —

  1. দিনের প্রথম ম্যাচ – কোরিয়া বনাম জাপান (বিকেল – ৪টে)
  2. দিনের দ্বিতীয় ম্যাচ – মালয়েশিয়া বনাম পাকিস্তান (সন্ধ্যে ৬.১৫)
  3. দিনের তৃতীয় ম্যাচ – ভারত বনাম চিন (রাত – ৮.৩০)

সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন কোন দল অংশগ্রহণ করছে?

ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, পাকিস্তান ও চিন। আজ, ৩ অগস্ট টুর্নামেন্ট শুরু। ফাইনাল হবে ১৩ অগস্ট।

টেলিভিশনে সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলির ব্রডকাস্ট হবে কোথায়?

ভারতে সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports First, Star Sports Select HD 2)।

সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ভারতে সপ্তম এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে।

কোন ফর্ম্যাটে হবে এ বারের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি?

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল রাউন্ড-রবিন ফর্ম্যাটে একে অপরের বিরুদ্ধে এক বার করে খেলবে। শীর্ষে থাকা সেরা ৪ দল সেমিফাইনালে যাবে।