Women’s Title Cotenders: রোলাঁ গারোয় খেতাব জয়ের দাবিদার এই পাঁচ মহিলা টেনিস তারকা

২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন ইতিমধ্যেই শুরু হয়েছে। মহিলাদের সিঙ্গলস ম্যাচও শুরু হয়েছে গিয়েছে। এ বছর লাল মাটির কোর্টে খেতাব জয়ের দাবিদার রয়েছেন বেশ কয়েক জন মহিলা টেনিস তারকারা। তাঁরা কারা?

| Edited By: | Updated on: May 30, 2023 | 5:26 AM
২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন ইতিমধ্যেই শুরু হয়েছে। মহিলাদের  সিঙ্গলস ম্যাচও শুরু হয়েছে গিয়েছে। এ বছর লাল মাটির কোর্টে খেতাব জয়ের দাবিদার রয়েছেন বেশ কয়েক জন মহিলা টেনিস তারকারা। তাঁরা কারা? টিভি৯ বাংলার মতে এই পাঁচ মহিলা টেনিস তারকা এ বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের অন্যতম দাবিদার।

২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেন ইতিমধ্যেই শুরু হয়েছে। মহিলাদের সিঙ্গলস ম্যাচও শুরু হয়েছে গিয়েছে। এ বছর লাল মাটির কোর্টে খেতাব জয়ের দাবিদার রয়েছেন বেশ কয়েক জন মহিলা টেনিস তারকারা। তাঁরা কারা? টিভি৯ বাংলার মতে এই পাঁচ মহিলা টেনিস তারকা এ বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের অন্যতম দাবিদার।

1 / 8
ইগা স্বোয়াতেক- পোল্যান্ডের এই টেনিস তারকা লাল মাটির কোর্টে খেতাব জয়ের অন্যতম দাবিদার। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে রয়েছেন তিনি। টানা ৬০ সপ্তাহ বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা তিনি। গত বছর ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়নও হয়েছিলেন ইগা।

ইগা স্বোয়াতেক- পোল্যান্ডের এই টেনিস তারকা লাল মাটির কোর্টে খেতাব জয়ের অন্যতম দাবিদার। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে রয়েছেন তিনি। টানা ৬০ সপ্তাহ বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা তিনি। গত বছর ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়নও হয়েছিলেন ইগা।

2 / 8
২০২৩ সালে লাল মাটির কোর্টে ইগার সাফল্য নির্ভর করছে তিনি কতটা চোটমুক্ত তার উপরে। কারণ উরুর চোটে বেশ কিছু দিন ভুগতে হয়েছে তাঁকে। সেই চোটের উৎপাত না থাকলে তাঁকে থামানো বেশ কঠিন হবে বলেই মত টেনিস বিশেষজ্ঞদের।

২০২৩ সালে লাল মাটির কোর্টে ইগার সাফল্য নির্ভর করছে তিনি কতটা চোটমুক্ত তার উপরে। কারণ উরুর চোটে বেশ কিছু দিন ভুগতে হয়েছে তাঁকে। সেই চোটের উৎপাত না থাকলে তাঁকে থামানো বেশ কঠিন হবে বলেই মত টেনিস বিশেষজ্ঞদের।

3 / 8
আরিয়ানা সাবালেঙ্কা- বেলারুশের এই টেনিস তারকা এ বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের অন্যতম দাবিদার। এই মরসুমে ইতিমধ্যই তিনটি খেতাব জিতেছেন আরিয়ানা।

আরিয়ানা সাবালেঙ্কা- বেলারুশের এই টেনিস তারকা এ বছর ফ্রেঞ্চ ওপেন জয়ের অন্যতম দাবিদার। এই মরসুমে ইতিমধ্যই তিনটি খেতাব জিতেছেন আরিয়ানা।

4 / 8
২৫ বছর বয়সী আরিয়ানার পাওয়ার টেনিসের সামনে অতীতেও দিশেহারা হয়েছেন অনেক প্রতিপক্ষ। সেই ধারা বজায় থাকলে বেলারুশে যেতে পারে রোলাঁ গারোর খেতাব।

২৫ বছর বয়সী আরিয়ানার পাওয়ার টেনিসের সামনে অতীতেও দিশেহারা হয়েছেন অনেক প্রতিপক্ষ। সেই ধারা বজায় থাকলে বেলারুশে যেতে পারে রোলাঁ গারোর খেতাব।

5 / 8
এলিনা রিবাকিনা- কাজাখস্তানের এই মহিলা টেনিস তারকা লাল মাটির কোর্টে খেতাব জিতেছেন রোমে। গত বছর উইম্বলডনে খেতাব জিতেছেন। ইগা ও আরিয়ানার পর খেতাব জয়ে সবথেকে বড় দাবিদার তিনি।

এলিনা রিবাকিনা- কাজাখস্তানের এই মহিলা টেনিস তারকা লাল মাটির কোর্টে খেতাব জিতেছেন রোমে। গত বছর উইম্বলডনে খেতাব জিতেছেন। ইগা ও আরিয়ানার পর খেতাব জয়ে সবথেকে বড় দাবিদার তিনি।

6 / 8
কোকো গফ- আমেরিকান টেনিস তারকা কোকো সবথেকে কম বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলার রেকর্ড গড়েছিলেন। মাত্র ২১ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন ফাইনাল খেলেছেন তিনি। তবে গত বছর ইগা সিওয়াটেকের কাছে পরাস্ত হতে হয়েছিল তাঁকে। খেতাব জয়ে তাঁকেও প্রথম পাঁচে রেখেছেন বিশেষজ্ঞরা।

কোকো গফ- আমেরিকান টেনিস তারকা কোকো সবথেকে কম বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলার রেকর্ড গড়েছিলেন। মাত্র ২১ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন ফাইনাল খেলেছেন তিনি। তবে গত বছর ইগা সিওয়াটেকের কাছে পরাস্ত হতে হয়েছিল তাঁকে। খেতাব জয়ে তাঁকেও প্রথম পাঁচে রেখেছেন বিশেষজ্ঞরা।

7 / 8
অনস জাবেউর- তিউনিশিয়ার এই টেনিস তারকাও এ বছর খেতাব জয়ের দৌঁড়ে রয়েছেন। যদিও চোটের কারণে তিনি এ বছর ফেব্রুয়ারি মাসে দোহা ও দুবাই ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু চোট সারিয়ে লাল মাটির কোর্টে নিজের জাত চেনাতে মরিয়া জাবেউর।

অনস জাবেউর- তিউনিশিয়ার এই টেনিস তারকাও এ বছর খেতাব জয়ের দৌঁড়ে রয়েছেন। যদিও চোটের কারণে তিনি এ বছর ফেব্রুয়ারি মাসে দোহা ও দুবাই ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু চোট সারিয়ে লাল মাটির কোর্টে নিজের জাত চেনাতে মরিয়া জাবেউর।

8 / 8
Follow Us: