India vs Japan Hockey: মাইলফলকের ম্যাচ শেষে শ্রীজেশের বিশেষ বার্তা, মন ভরাল মনপ্রীত-কন্যার এই ভিডিয়ো

IND vs JPN, Asian Champions Trophy 2023 Post Match Report : ফাইনাল নিশ্চিতের পর মনপ্রীতের ছোট্ট মেয়ের সঙ্গে হকি খেলতে দেখা যায় ক্রেগ ফুলটন ও তাঁর সন্তানদের। মনপ্রীত তখন সাইড লাইনে। পরনে বাবার নাম লেখা জার্সি।

India vs Japan Hockey: মাইলফলকের ম্যাচ শেষে শ্রীজেশের বিশেষ বার্তা, মন ভরাল মনপ্রীত-কন্যার এই ভিডিয়ো
Image Credit source: Screengrab
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2023 | 2:12 AM

দেশের হয়ে ৩০০ ম্যাচ! অবাক করার মতোই পরিসংখ্যান। ভারতীয় হকির কিংবদন্তি পিআর শ্রীজেশ। দেশের এই গোলরক্ষক অনেক ম্যাচেই ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে অল্প সময় করেই সুযোগ দেওয়া হচ্ছে। দলের আর এক গোলরক্ষক কৃষাণ বাহাদুর পাঠক অনবদ্য পারফর্ম করছেন। তিনিও একশোর বেশি ম্যাচ খেলে ফেলেছেন। তবে হকির যে কোনও উঠতি প্লেয়ার হোক কিংবা সতীর্থ, শ্রীজেশের উপস্থিতিই সকলের কাছে বাড়তি পাওয়া। ভারত বনাম জাপান সেমিফাইনাল ম্যাচে তাঁর জন্য বিশেষ সংবর্ধনার ব্যবস্থা ছিল। ম্যাচ শেষে সতীর্থরা ঘিরে তাঁকে। কী বলছেন শ্রীজেশ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গ্রুপ পর্বে জাপানের কাছে আটকে গিয়েছিল ভারত। সেই জাপানকেই ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। মাইলফলকের ম্যাচের পর শ্রীজেশের হাতে ৩০০ লেখা জার্সি তুলে দেন হেড কোচ ক্রেগ ফুলটন। শ্রীজেশকে ঘিরে সতীর্থরা। সুমিত তাঁর পা ছুঁয়ে সম্মান জানান। মাইলফলকের ম্যাচে এমন উপহারে আপ্লুত কিংবদন্তি গোলরক্ষক। জার্সি হাতে নিয়ে মজাও করেন। তারপরই শ্রীজেশ বলেন, ‘আরও একটা ৩০০ বাকি আছে।’ থ্রি-হান্ড্রেড ম্যাচের জন্য সতীর্থরা তাঁকে ‘থ্রি’ বলে ডাকতে শুরু করেন। শ্রীজেশের কথায়, ‘এটাই আমার নতুন নাম।’ সতীর্থদের উদ্দেশে বার্তা, ‘তোমরা দুর্দান্ত খেলছো। এই ম্যাচটাও অনবদ্য ছিল। তোমরা এ ভাবেই ভালো পারফর্ম করতে থাকো। কালকের ম্যাচটাও আমাদের এ ভাবেই জিততে হবে।’

ম্যাচ শেষের আরও একটা মুহূর্ত ভারতীয় হকির জন্য দারুণ হয়ে রইল। জাপানের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছেন মনপ্রীত সিং। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন। মন জিতলেন ভারতীয় দলের কোচও। দল মানে পরিবার। সেখানে সকলেই গুরুত্বপূর্ণ। ফাইনাল নিশ্চিতের পর মনপ্রীতের ছোট্ট মেয়ের সঙ্গে হকি খেলতে দেখা যায় ক্রেগ ফুলটন ও তাঁর সন্তানদের। মনপ্রীত তখন সাইড লাইনে। পরনে বাবার নাম লেখা জার্সি। ক্যামেরা তাঁক করতেই বাবার দিকে টাটা করেন ছোট্ট মেয়ে।