Neeraj Chopra Javelin Final Updates: নীরজের সোনা ছিনিয়ে নিলেন বন্ধু আর্শাদ নাদিম, ভারতের ঝুলিতে রুপো

Aug 09, 2024 | 3:13 AM

Paris Olympics 2024: যোগ্যতা অর্জন পর্বে ৮৯.৩৪ মিটার জ্যাভলিন ছুড়ে সোনার প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছেন নীরজ। এ বার সেই প্রত্যাশা পূরণের অপেক্ষা। জ্যাভলিনের ফাইনালে নেমেছেন নীরজ। সারা দেশের চোখ তাঁর ইভেন্টের দিকে। নীরজের ইভেন্টের বিস্তারিত আপডেট রইল।

Neeraj Chopra Javelin Final Updates: নীরজের সোনা ছিনিয়ে নিলেন বন্ধু আর্শাদ নাদিম, ভারতের ঝুলিতে রুপো
Image Credit source: PTI

Follow Us

অপেক্ষা ছিল সোনার মুহূর্তের। তবে এল রুপো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া কুঁচকিতে চোট নিয়েই মরিয়া লড়াই করলেন। ছ’টির মধ্যে পাঁচটি থ্রো ফাউল হল। একটি মাত্র থ্রো ক্লিন। দ্বিতীয় থ্রোয়ে মরসুমের সেরা ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছোড়েন। তাতেই রুপো নিশ্চিত হয়। পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন। টানা দুটি অলিম্পিক, টোকিওতে সোনা, প্যারিসে রুপো। ভারতের তৃতীয় অ্যাথলিট হিসেবে টানা দুই অলিম্পিকে পদকের রেকর্ড নীরজ চোপড়ার। প্যারিসে নীরজের ইভেন্টের বিস্তারিত আপডেট রইল এই লিঙ্কেই।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Aug 2024 03:05 AM (IST)

    Neeraj Chopra LIVE: কী বলছেন নীরজের মা-বাবা

    টানা দুটি অলিম্পিকেই পদক। টোকিওতে সোনা, এ বার রুপো। পদকের রং নিয়ে হতাশ নন। মাঝরাতেই বাড়িতে মিষ্টিমুখ। নীরজের মা-বাবা যা বলছেন, পড়ুন বিস্তারিত: মাঝরাতে মিষ্টিমুখ, ছেলের সাফল্যে কী বলছেন নীরজ চোপড়ার মা-বাবা?

  • 09 Aug 2024 02:14 AM (IST)

    Neeraj Chopra LIVE: কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

    টানা দুটি অলিম্পিক পদক। টোকিওতে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন। ভারতের তৃতীয় অ্যাথলিট হিসেবে টানা দুটি অলিম্পিকে পদকের রেকর্ড নীরজ চোপড়ার। কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? পড়ুন বিস্তারিত: আবার পদক, ফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল… নীরজে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী


  • 09 Aug 2024 02:07 AM (IST)

    Neeraj Chopra LIVE: আর্শাদ নাদিমের উত্থান

    একটা সময় ছিল না উন্নত মানের জ্যাভলিনও। নীরজ তাঁকে জ্যাভলিন উপহার দিয়েছিলেন। পরস্পরকে শ্রদ্ধা করেন। ট্র্যাকের বাইরে খুব ভালো বন্ধ। অলিম্পিক রেকর্ড গড়ে সোনাজয়ী আর্শাদ নাদিমের উত্থান কী ভাবে? পড়ুন বিস্তারিত: ছিল না জ্যাভলিন, অলিম্পিকে নামার টাকাও; কী ভাবে নায়ক হলেন এই আর্শাদ নাদিম?

  • 09 Aug 2024 02:04 AM (IST)

    Neeraj Chopra LIVE: এ যেন শোয়েব আখতার খুঁজে পাওয়ার মতো!

    প্যারিস অলিম্পিকের জ্যাভলিন ফাইনালে তৈরি হল নতুন রেকর্ড। ফাউল থ্রো-এ স্টার্ট। দ্বিতীয় থ্রোয়ে দৈত্যাকার ৯২.৯৭ মিটারের থ্রো পাকিস্তানের আর্শাদ নাদিমের। শুধু তাই নয়, শেষ থ্রোতে ছুড়লেন ৯১.৭৯ মিটার! সোনা ধরে রাখতে না পারলেও ভারতের ‘সোনার’ ছেলে পরপর দুটি অলিম্পিক পদক নিজের নামে করলেন। নীরজের ঝুলিতে মরসুমের সেরা থ্রো-এ রুপো। বিস্তারিত পড়ুন: আশ্চর্য আর্শাদে সোনার স্বপ্নভঙ্গ, রুপোতে থামলেন নীরজ

  • 09 Aug 2024 01:19 AM (IST)

    Neeraj Chopra LIVE: প্যারিসে প্রথম রুপো

    প্যারিস অলিম্পিকে এখনও অবধি চারটি পদক এনেছিল ভারত। শুটিংয়ে তিনটি ব্রোঞ্জ। হকিতে টানা দ্বিতীয় বার ব্রোঞ্জ পদক। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজের সৌজন্যে প্যারিসে প্রথম রুপো এল ভারতের ঝুলিতে। ভারতের তৃতীয় অ্যাথলিট হিসেবে টানা দুটি অলিম্পিকে পদক জয়ের রেকর্ডও গড়লেন নীরজ চোপড়া। মরসুমের সেরা থ্রো করলেন তিনি। ৮৯.৪৫ মিটার ছুড়লেন দ্বিতীয় থ্রোয়ে। তবে সোনা ধরে রাখার জন্য় এটা যথেষ্ট ছিল না।

  • 09 Aug 2024 01:11 AM (IST)

    Neeraj Chopra LIVE: টোকিওর রুপোজয়ীর বিদায়

    টোকিওর রুপোজয়ী জ্যাকুব ভাদলেচ এ বার পদক নিতে ব্যর্থ। চলছে শেষ থ্রো। পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার ছুড়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন। শীর্ষে তিনিই। অ্যান্ডারসন পিটার্স ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। নীরজ চোপড়াকে সোনা ধরে রাখতে শেষ থ্রো-তে অবিশ্বাস্য থ্রো করতে হবে।

  • 09 Aug 2024 01:03 AM (IST)

    Neeraj Chopra LIVE: নীরজের পঞ্চম থ্রো

    নীরজ চোপড়ার ফাউল থ্রো-র হ্যাটট্রিক। পাঁচটি থ্রো শেষ। আর একটি বাকি। নীরজের কাছে একটি মাত্র সুযোগ সোনা ধরে রাখার। দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার ছুড়েছিলেন নীরজ। পাকিস্তানের আর্শাদ নাদিমও ফাউল থ্রো-তে শুরু করেন। দ্বিতীয় থ্রো-তেই ৯২.৯৭ মিটারের দৈত্যাকার থ্রো। তাতেই কার্যত সোনা নিশ্চিত করে ফেলেন।

  • 09 Aug 2024 12:51 AM (IST)

    Neeraj Chopra LIVE: নীরজের ফাউল

    চারটি থ্রো, এর মধ্যে দ্বিতীয় থ্রোয়ে ছুড়েছিলেন ৮৯.৪৫ মিটার। নীরজের বাকি তিনটি থ্রো ফাউল। আপাতত দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। বাকি দুটি থ্রো। নীরজের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন অ্যান্ডারসন পিটার্স।

  • 09 Aug 2024 12:50 AM (IST)

    Neeraj Chopra LIVE: জ্যাকুবকে ছাপিয়ে গেলেন অ্যান্ডারসন

    শীর্ষে পাকিস্তানের আর্শাদ নাদিম। দ্বিতীয় স্থানে নীরজ চোপড়া। তৃতীয় স্থানে জ্য়াকুব ভাদলেচকে ছাপিয়ে গেলেন অ্যান্ডারসন পিটার্স।

  • 09 Aug 2024 12:47 AM (IST)

    Neeraj Chopra LIVE: ফাইনাল থ্রি

    ১২ জন প্রতিযোগীর মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা আটজনের। প্রথম তিনটি থ্রোয়ের পর ছিটকে যান চারজন। আপাতত শীর্ষে পাকিস্তানের আর্শাদ নাদিমই। ৯২.৯৭ মিটার থ্রোয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন টোকিওর সোনাজয়ী নীরজ।

  • 09 Aug 2024 12:34 AM (IST)

    Neeraj Chopra LIVE: নীরজের তৃতীয় থ্রো

    গ্য়ালারিতে প্রচুর সমর্থন নীরজ চোপড়ার জন্য। তৃতীয় থ্রো স্বস্তির হল না। ক্রমশ আত্মবিশ্বাস হারিয়েছেন। প্রথম থ্রো-তেই ফাউল করেছিলেন। প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ। আর্শাদ নাদিমের ৯২.৯৭ মিটারের থ্রোয়ের পর লড়াই আরও কঠিন হয়েছে।

  • 09 Aug 2024 12:29 AM (IST)

    Neeraj Chopra LIVE: সোনা ধরে রাখা কঠিন নীরজের

    সোনা ধরে রাখা কার্যত ‘অসম্ভব’ হয়ে দাঁড়িয়েছে নীরজের কাছে। তাঁকে রেকর্ড ভাঙতে হবে। আর্শাদ নাদিম অলিম্পিক রেকর্ড গড়েছেন ৯২.৯৭ মিটার ছুড়ে। নীরজের এখনও অবধি কেরিয়ার সেরা থ্রো ৮৯.৯৪ মিটার। সুতরাং, রেকর্ডের রেকর্ড না গড়লে সোনা ধরে রাখা সম্ভব নয়।

  • 09 Aug 2024 12:25 AM (IST)

    Neeraj Chopra LIVE: দ্বিতীয় রাউন্ড শেষ

    দ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে অলিম্পিক রেকর্ড গড়া পাকিস্তানের আর্শাদ নাদিম। ৯২.৯৭ মিটার ছুড়েছেন তিনি। দ্বিতীয় থ্রোয়ের পর রুপোর পজিশনে ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নীরজ চোপড়া। দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার ছুড়েছেন নীরজ।

  • 09 Aug 2024 12:20 AM (IST)

    Neeraj Chopra LIVE: নীরজের দ্বিতীয় থ্রো

    প্রথম থ্রো ফাউল হয়েছিল। দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার ছুড়লেন নীরজ চোপড়া। যোগ্যতা অর্জন পর্বে ৮৯.৩৪ মিটার ছুড়েছিলেন।

  • 09 Aug 2024 12:15 AM (IST)

    Neeraj Chopra LIVE: নাদিমের দ্বিতীয় থ্রো

    প্রথম থ্রোয়ে ফাউল করেছিলেন। দ্বিতীয় থ্রো-য়ে অলিম্পিক রেকর্ড আর্শাদ নাদিমের। ৯২.৯৭ মিটার! বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী চমকে দিলেন।

  • 09 Aug 2024 12:11 AM (IST)

    Neeraj Chopra LIVE: প্রথম রাউন্ড শেষ

    মোট ছটি করে থ্রো। প্রথম রাউন্ড শেষ। আপাতত ৮৬.১৬ মিটারে শীর্ষে কেশরন ওয়ালকট। অ্যান্ডারসন পিটার্স রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ছুড়েছেন ৮৪.৭০ মিটার।

  • 09 Aug 2024 12:06 AM (IST)

    Neeraj Chopra LIVE: চ্যাম্পিয়নের প্রথম থ্রো

    অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার প্রথম থ্রো। স্লিপ করেছিলেন। প্রথম থ্রো ফাউল। স্লিপ করে দাগে পড়েছিলেন নীরজ চোপড়া।

  • 09 Aug 2024 12:02 AM (IST)

    Neeraj Chopra LIVE: প্রথম থ্রোয়েই হোঁচট!

    প্রথম থ্রোয়েই হোঁচট পাকিস্তানের আর্শাদ নাদিমের। শুরু করেও আবার ফেরেন। আবার শুরু করেন। থ্রো ঠিকঠাক হল না। প্রথম থ্রো ডিসকোয়ালিফাই। এখনও অবধি শীর্ষে কেশরন ওয়ালকট। ৮৬.১৬ মিটার ছুড়েছেন। জার্মানির জুলিয়েন ওয়েবারের থ্রো-ও ঠিকঠাক হল না।

  • 08 Aug 2024 11:55 PM (IST)

    Neeraj Chopra LIVE: ভারত-পাক

    জ্যাভলিন ফাইনালে নজর থাকবে পাকিস্তানের আর্শাদ নাদিমের দিকেও। জ্যাভলিনের মঞ্চেও ভারত-পাকিস্তান। নীরজ ও আর্শাদ ভালো বন্ধু হলেও ট্র্যাকে কঠিন প্রতিদ্বন্দ্বী।

  • 08 Aug 2024 11:53 PM (IST)

    Neeraj Chopra LIVE: স্টার্ট লিস্ট

    স্টার্ট লিস্টে অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া রয়েছেন আট নম্বরে। সোনা ধরে রাখাই চ্যালেঞ্জ তাঁর কাছে। একে একে জ্যাভলিন ফাইনালিস্টরা টানেল দিয়ে মাঠে ঢুকছেন।

  • 08 Aug 2024 11:48 PM (IST)

    Neeraj Chopra LIVE: নীরজ শো-এর অপেক্ষা

    জ্যাভলিনে ধারাবাহিকতার অন্যতম উদাহরণ নীরজ চোপড়া। সেরা টুর্নামেন্টেই যেন সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসে। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বেই সেটা দেখিয়ে দিয়েছেন। এ বার ফাইনালের পালা। ভারতীয় সময় অনুযায়ী আর কয়েক মিনিটের অপেক্ষা।