Neeraj Chopra Silver: মাঝরাতে মিষ্টিমুখ, ছেলের সাফল্যে কী বলছেন নীরজ চোপড়ার মা-বাবা?

Paris Olympics 2024: দ্বিতীয় থ্রোয়েই ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন। দ্বিতীয় থ্রো দুটোই শেষ অবধি সোনা-রুপোর নির্ণায়ক হয়ে দাঁড়ায়। গত বার সোনা, এ বার রুপো। টানা দুটি অলিম্পিকেই পদক। মাঝরাতেই মিষ্টিমুখ নীরজের বাড়িতে। কী বলছেন তাঁর মা-বাবা?

Neeraj Chopra Silver: মাঝরাতে মিষ্টিমুখ, ছেলের সাফল্যে কী বলছেন নীরজ চোপড়ার মা-বাবা?
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 3:01 AM

কোয়ালিফিকেশন পর্বে মরসুমের সেরা থ্রো। এক থ্রোয়েই ফাইনাল নিশ্চিত করেছিলেন নীরজ চোপড়া। ১৪০ কোটি ভারতবাসীর প্রত্যাশার চাপ নিয়ে প্যারিসের ফাইনালে নামেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। ফাউল থ্রো-য়ে ফাইনাল শুরু হয় তাঁর। অস্বস্তি কাটিয়ে ওঠেন দ্বিতীয় থ্রো-য়ে। মরসুম সেরা ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ চোপড়া। তখনও কে জানত, অন্যকিছু অপেক্ষা করছে? পাকিস্তানের আর্শাদ নাদিম পদকের দৌড়ে ছিলেন। তবে সিলেবাসের বাইরে কিছু করবেন, এটা অবিশ্বাস্য ছিল। হলও সেটাই। তাঁরও প্রথম থ্রো ফাউল হয়। দ্বিতীয় থ্রোয়েই ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েন। দ্বিতীয় থ্রো দুটোই শেষ অবধি সোনা-রুপোর নির্ণায়ক হয়ে দাঁড়ায়। গত বার সোনা, এ বার রুপো। টানা দুটি অলিম্পিকেই পদক। মাঝরাতেই মিষ্টিমুখ নীরজের বাড়িতে। কী বলছেন তাঁর মা-বাবা?

নীরজ চোপড়ার মা সরোজ দেবী ছেলের সাফল্যে উচ্ছ্বসিত। গত অলিম্পিকের পর থেকে যে ভাবে চোট আঘাতে পড়েছেন নীরজ, তারপরও রুপো। সরোজ দেবী বলছেন, ‘আমরা সকলেই খুব খুশি। আমাদের কাছে এই রুপোর পদকও সোনার সমান। ওর চোট ছিল। যে ভাবে পরিশ্রম করেছে, আগামীতে ও আবারও সোনা জিতবে। আমরা ওর পারফরম্যান্সে খুবই খুশি।’ টোকিও অলিম্পিকে সোনা জিতে বাড়ি ফেরার পর বিশেষ আয়োজন ছিল নীরজের জন্য। এ বারও নীরজের পছন্দের খাবার হবে, ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় মা সরোজ দেবী।

দেশের তৃতীয় অ্যাথলিট হিসেবে টানা দুটি অলিম্পিক পদক। একটি সোনা, এ বার রুপো। ছেলের সাফল্যে গর্বিত নীরজের বাবা সতীশ কুমার বলছেন, ‘প্রত্যেকের দিন থাকে। এই দিনটা পাকিস্তানের ছিল। আর্শাদ নাদিম সোনা জিতেছে। দিনটা ওর ছিল। তবে আমরা টানা দুটি অলিম্পিকে জ্যাভলিনে পদক জিতেছি, প্রত্যেকটা দেশকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছি। আমার কাছে এই রুপোর পদকও গর্বের।’ নীরজের আধডজন থ্রোয়ের মধ্যে পাঁচটিই ফাউল হয়। নীরজ কি চাপে ছিলেন? সতীশ কুমার বলছেন, ‘ওর কুঁচকিতে চোট রয়েছে। আমার মনে হয় সেটার জন্যই অস্বস্তিতে ছিল নীরজ।’