Neeraj Chopra: দিনটা আর্শাদ নাদিমের ছিল… সোনাজয়ী পাক তারকাকে শুভেচ্ছাবার্তা নীরজ চোপড়ার

Paris Olympics 2024: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে থাকার সময় নীরজ ও নাদিম একে অপরের অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বী। কিন্তু ট্র্যাকের বাইরে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শ্রদ্ধার সম্পর্ক। ওয়াঘার ওপারের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতে নিয়েছেন। ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো পেয়েছেন ভারতের ছেলে নীরজ।

Neeraj Chopra: দিনটা আর্শাদ নাদিমের ছিল... সোনাজয়ী পাক তারকাকে শুভেচ্ছাবার্তা নীরজ চোপড়ার
Neeraj Chopra: দিনটা আর্শাদ নাদিমের ছিল... সোনাজয়ী পাক তারকাকে শুভেচ্ছাবার্তা নীরজ চোপড়ারImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 1:00 PM

কলকাতা: দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তাঁরা। অতীতে একসঙ্গে পোডিয়াম ফিনিশও করেছেন তাঁরা। কথা হচ্ছে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-তে সোনাজয়ী আর্শাদ নাদিম এবং রুপো পাওয়া নীরজ চোপড়াকে (Neeraj Chopra) নিয়ে। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ প্যারিসে সোনার হাসি হাসতে পারেননি। ওয়াঘার ওপারের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জিতে নিয়েছেন। ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো পেয়েছেন ভারতের ছেলে নীরজ। পাকিস্তানের নাদিমের কাছে পানিপতের ছেলের প্যারিসে সোনা হারিয়েছেন। তারপরও প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়েছেন।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে থাকার সময় নীরজ ও নাদিম একে অপরের অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বী। কিন্তু ট্র্যাকের বাইরে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শ্রদ্ধার সম্পর্ক। প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালের পর নীরজ বলেছেন, ‘প্যারিস অলিম্পিকে ভারত ভালো পারফর্ম করেছে। কিন্তু এখানে প্রতিযোগিতা অনেক বেশি। এই দিনটা আর্শাদ নাদিমের ছিল। এক এক অ্যাথলিটের একটা করে দিন হয়। যদি টোকিওর কথা বলি, তা হলে সেটা আমার দিন ছিল। এশিয়ান গেমস নিয়ে বললে, সেটা আমার দিন ছিল। প্যারিসেও আমি নিজের সেরাটা দিয়েছিলাম। কিন্তু বেশ কিছু জায়গায় আমার উন্নতির প্রয়োজন।’

দেশকে প্যারিস গেমস থেকে রুপো দেওয়ার পর নীরজ জানান, প্যারিসে ভারতের জাতীয় সঙ্গীত বাজল না ঠিক, কিন্তু ভবিষ্যতে অন্য কোনও জায়গায় নিশ্চিত বাজবে। তিনি বলেন, ‘আমাদের জাতীয় সঙ্গীত আজ (প্যারিস অলিম্পিকে জ্যাভলিন ফাইনালের পর) বাজল না, কিন্তু ভবিষ্যতে কোথাও না কোথাও তা বাজবে। প্যারিসে তা হল না ঠিক আছে, অন্য কোথাও হবে। দেশের জন্য আমরা যখনই পদক জিতি, আমরা খুশি হই। এ বার সময় এসেছে ভুলত্রুটি গুলো নিয়ে আলোচনা করার।’

নীরজ মনে করছেন, তাঁর সেরা থ্রো এখনও আসেনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের থ্রোয়ে উন্নতি করতে হবে আমাকে। ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছি। তা নিয়ে কাজ করতে হবে। আমার মনে সব ঠিক আছে। আমার সেরা থ্রো এখনও হয়নি। আমি যখন পুরোপুরি ফিট হয়ে যাব এবং মানসিক ভাবে পুরো তৈরি থাকব, তখন সেরা থ্রো বেরিয়ে আসবে।’