Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

All England Championships 2023: ব্যর্থতার রেশ যেন কাটছে না, অল ইংল্যান্ডের প্রথম রাউন্ডেই বিদায় সিন্ধুর!

PV Sindhu: দু'বারের অলিম্পিক পদক পাওয়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে হারলেন সিন্ধু।

All England Championships 2023: ব্যর্থতার রেশ যেন কাটছে না, অল ইংল্যান্ডের প্রথম রাউন্ডেই বিদায় সিন্ধুর!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 8:15 PM

বার্মিংহ্যাম: চলতি বছরে যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না। এর আগেও দুটো টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন তিনি। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপেও ঘটল একই ঘটনা। দু’বারের অলিম্পিক পদক পাওয়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে হারলেন সিন্ধু। ভারতীয় শাটলারের এমন ধারাবাহিক ব্যর্থতা দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকেই। ফর্ম হারিয়েছেন, নাকি ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। মোদ্দা কথা, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ থেকে ঘুরে দাঁড়াবেন তিনি, এমনটাই আশা করা হচ্ছিল। তা হল না। বিস্তারিত TV9Bangla-য়।

বিশ্বের ৯ নম্বর শাটলার সিন্ধু। তাঁর প্রতিপক্ষ ঝ্যাং ইয়ি ম্যান বিশ্ব ক্রমপর্যায়ের ১৭ নম্বরে। ঝ্যাং ভালো শাটলার, সন্দেহ নেই। কিন্তু তাঁর সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন সিন্ধু। ১৭-২১, ১১-২১ হেরেছেন। প্রথম গেমে তাও কিছুটা লড়াই করতে পেরেছিলেন। কিন্তু দ্বিতীয় গেমে খুব খারাপ ভাবে হেরেছেন। ঝ্যাংয়ের অ্যাটাকিং স্ট্র্যাটেজির সামনে দাঁড়াতেই পারেননি। ভারতের অন্য দুই শাটলার লক্ষ্য সেন ও এইচএস প্রণয় অবশ্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে তাঁদের প্রথম রাউন্ডের ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পা দিয়েছেন। সম্প্রতি মালশিয়া ওপেনের প্রথম রাউন্ডে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে হেরেছিলেন। ইন্ডিয়ান ওপেনের প্রথম রাউন্ডেও ছিটকে গিয়েছিলেন। সে দিক থেকে দেখলে প্রথম রাউন্ডে হারের হ্যাটট্রিক হয়ে গেল তাঁর।

স্ট্র্যাটেজি গত ভাবে কোনও সমস্যা হচ্ছে কি সিন্ধুর? সম্প্রতি পুরনো কোচ, যে পার্ক তায়ে-সাংয়ের হাত ধরে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন, তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়েছে সিন্ধুর। তার পর থেকেই আর সে ভাবে নিজেকে প্রমাণ করতে পারছেন না ভারতীয় শাটলার। অন্য দিকে আবার মেয়েদের ডাবলস জুটি তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ টুর্নামেন্টের সপ্তম বাছাইকে হারিয়ে চমকে দিয়েছেন। সিন্ধুর হারের দিন তৃষা-গায়েত্রীই প্রাপ্তি।