AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: কথা রাখলেন মহারাজ, আইএসএলে এ বার কলকাতার তিন প্রধানই

Mohammedan Sporting Club: আইএসএলে যোগ্যতা অর্জনের পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন মহমেডান স্পোর্টিংয়ের ক্লাব কর্তারা। টিভি নাইন বাংলা সেই খবর করেছিল। ইন্ডিয়ান সুপার লিগে শক্তিশালী দল গড়তে অনেক বেশি টাকার প্রয়োজন। সৌরভ কথা দিয়েছিলেন, তিনি বিষয়টা দেখবেন। একটি জার্মান সংস্থার সঙ্গেও কথা চালাচ্ছিলেন সৌরভ।

Sourav Ganguly: কথা রাখলেন মহারাজ, আইএসএলে এ বার কলকাতার তিন প্রধানই
Image Credit: OWN Arrangement, INSTAGRAM
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 1:12 AM
Share

আশঙ্কা কাটল মহমেডান স্পোর্টিং ক্লাবের। ত্রাতা হয়ে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। যদিও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের মাঝেও হতাশা ঘিরে ধরেছিল। ইন্ডিয়ান সুপার লিগ এখন দেশের শীর্ষ টুর্নামেন্ট। আইএসএলে খেলতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। সেখানেই হতাশা। ইন্ডিয়ান সুপার লিগে খেলে কলকাতার দুই প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গলও। তাদের ইনভেস্টর এবং স্পনসর রয়েছে। ফলে ভালো মানের ফুটবলার নিতে পারে। মোহনবাগান ধারাবাহিক সাফল্য পেয়েছে। ইস্টবেঙ্গলও গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছে। এ বার তিন প্রধানকেই দেখা যাবে ইন্ডিয়ান সুপার লিগে।

আইএসএলে যোগ্যতা অর্জনের পরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন মহমেডান স্পোর্টিংয়ের ক্লাব কর্তারা। টিভি নাইন বাংলা সেই খবর করেছিল। ইন্ডিয়ান সুপার লিগে শক্তিশালী দল গড়তে অনেক বেশি টাকার প্রয়োজন। সৌরভ কথা দিয়েছিলেন, তিনি বিষয়টা দেখবেন। একটি জার্মান সংস্থার সঙ্গেও কথা চালাচ্ছিলেন সৌরভ। অবশেষে সেই সমস্যা মিটল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহমেডান স্পোর্টিং ক্লাব একটি বিবৃতি দিয়েছে।

মহমেডান স্পোর্টিংয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে- শ্রাচী গ্রুপের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে মহমেডান স্পোর্টিং। শ্রাচী গ্রুপ আগামী দু-মরসুমের জন্য মহমেডান স্পোর্টিংকে ৩৫ কোটি টাকা করে। এমনটাই কথা দিয়েছেন শ্রাচী গ্রুপের প্রধান রাহুল তোডি। ক্লাবের তরফে আরও বলা হয়েছে-মহমেডান স্পোর্টিং আশাবাদী, আইএসএলের আগামী মরসুমে ভালো পারফর্ম করবে। সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভাবে নিঃশ্বার্থ ভাবে মহমেডানের পাশে দাঁড়িয়েছে, তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি।

শ্রাচী গ্রুপ ইস্টবেঙ্গল ক্রিকেট টিমেরও স্পনসর। মহমেডানের আর এক স্পনসর বাঙ্কারহিলও রয়েছে। ফলে সব মিলিয়ে এ বার শক্তিশালী দল গড়তে পারবে মহমেডান স্পোর্টিং। ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার তিন প্রধানের দাপট দেখার অপেক্ষায় ময়দান।