Honda Scoopy-র নতুন ঝাঁ চকচকে মডেল এসে গেল, Activa-র মতোই স্মার্ট কি ফিচার
Honda Scoopy স্কুটারটি ভারতে পেটেন্ট করা হয়েছে। অর্থাৎ স্কুপি স্কুটারের লঞ্চ এদেশে এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে তার আগে বিশ্বের অন্যান্য প্রান্ত বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলিতে Scoopy-র একটি আপডেটেড মডেল নিয়ে হাজির হল Honda।
Honda-র নিও-রেট্রো স্কুটার Scoopy এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলিতে ব্যাপক হারে বিক্রি হচ্ছে। প্রথমত, স্কুটারের কম দাম এবং দ্বিতীয়ত, তার আকর্ষণীয় কিছু ফিচার্সের কারণে লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যে সেই সব দেশে স্কুটারটি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। খুশির খবরটি হল, Honda Scoopy স্কুটারটি ভারতে পেটেন্ট করা হয়েছে। অর্থাৎ স্কুপি স্কুটারের লঞ্চ এদেশে এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে তার আগে বিশ্বের অন্যান্য প্রান্ত বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলিতে Scoopy-র একটি আপডেটেড মডেল নিয়ে হাজির হল Honda। সেই নতুন 2023 মডেলে রয়েছে বেশ কিছু নতুন ফিচার্স এবং কালার অপশনও।
ইন্দোনেশিয়ায় এই নতুন 2023 মডেলটি হল Honda Scoopy-র পঞ্চম প্রজন্ম। মোট চারটি ভিন্ন ট্রিমে অফার করা হয় স্কুটারটি- স্পোর্টি, ফ্যাশন, প্রেস্টিজ এবং স্টাইলিশ। তবে হন্ডা স্কুপি-র সবথেকে আকর্ষণীয় দিক হল তার ডিজ়াইন। বিশেষ করে স্কুটারের সামনে রয়েছে একটি বড় হেডলাইট রয়েছে। এখন দেখে নেওয়া যাক হন্ডা স্কুপির নতুন আপডেটেড মডেলে কী-কী নতুন ফিচার দেওয়া হয়েছে।
Honda Scoopy 2023: নতুন কী থাকছে
স্কুপির আপগ্রেডেড মডেলটিতে একটি বড় প্রজেক্টর ইউনিট দেওয়া হয়েছে। স্কুটারের টার্ন ইন্ডিকেটরগুলির শেপ করা হয়েছে কিছুটা জলের ড্রপলেটের মতোই। অ্যাপ্রনের ঠিক উপরে রয়েছে ছোট্ট একটি এলিমেন্ট যেখানে দেওয়া হয়েছে Scoopy-র ইনস্ট্রুমেন্ট কন্সোল। স্কুটারটির সামগ্রিক রেট্রো অ্যাপিলে রাউন্ড ORVM যোগ করা হয়েছে।
স্কুটারটির অ্যাপ্রনের ঠিক পিছনে আবার স্টোরেজ এরিয়া রয়েছে, যেখানে স্মার্টফোনের জন্য একটি USB চার্জার রাখা যেতে পারে। সম্প্রতি Honda ভারতে তার যে Activa স্কুটারটি নিয়ে এসেছে, তার টপ-স্পেক ভ্যারিয়েন্টে যেমন Smart Key ফিচার রয়েছে, এই Honda Scoopy 2023 মডেলটিতেও রয়েছে একই স্মার্ট কি ফিচার। এছাড়া স্কুটারটির সাইড বডি প্যানেল এবং সামগ্রিক ডিজ়াইনই Honda Scoopy-র অন্যান্য মডেলগুলির সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।
ডুয়াল-টোন শেড সহযোগে এই স্কুটারের সঙ্গে কন্ট্রাস্টিং সিট, ফ্লোরবোর্ড, অ্যাপ্রন প্লাস্টিক এবং সাইড বডি প্যানেলে ডিক্যাল অফার করছে হন্ডা। স্কুটারটির পিছনে আগের মতো একই টার্ন ইন্ডিকেটর এবং সার্কুলার টেইল লাইটি হাউসিং রয়েছে। স্কুটারটির রিয়ার গ্র্যাব হ্যান্ডেল পরিচ্ছন্ন ভাবে ডিজ়াইন করা হয়েছে ফ্লোর এবং সিট কন্টোর সহযোগে। পাশাপাশি রেট্রো ভাইবস দেওয়ার জন্য এতে রয়েছে ক্রোম-ফিনিশড এগসস্ট হিট গার্ড।
Honda Scoopy 2023: স্পেসিফিকেশন, ফিচার
ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে এই স্কুটারটি ভারতে সদ্য লঞ্চ হওয়া Honda Activa-র সঙ্গে অনেকাংশেই মিলে যায়। ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক, রিয়ার সিঙ্গেল শক অ্যাবজ়র্বার, সিঙ্গেল-সাইডেড সুইংগ্রাম, 12-14 ইঞ্চির চাকা, সুইংগ্রাম-মাউন্টেড ইঞ্জিন-সহ একাধিক ফিচার রয়েছে। Honda Scoopy 2023-এর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ইউনিট দেওয়া হয়েছে। 4.5L ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। স্কুটারটির ওজন মাত্র 95Kg।
Honda Scoopy রেট্রো স্কুটারটির পাওয়ারের জন্য 109.5 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পয়েছে। স্কুটারটি EURO 6 (ভারতে যা BS6)-এর পরিবর্তে EURO 3 কমপ্লায়েন্ট হওয়ার ফলে এটি 9 bhp পাওয়ার এবং 9.3Nm টর্ক প্রস্তুত করতে পারে। মনে করা হচ্ছে, ভারতে Honda তার প্রিমিয়াম স্কুটার Grazia রিপ্লেস করে তার জায়গায় লঞ্চ করতে পারে Scoopy স্কুটারটি।