Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jawa 42 Bobber নতুন ব্ল্যাক মিরর অবতারে হাজির, 2.25 লাখ টাকায় নতুনত্বের ছোঁয়া

Jawa Yezdi মোটরসাইকেলের এই নতুন এডিশনের দাম শুরু হচ্ছে 2.25 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। নতুন ব্ল্যাক এডিশনটি যে শুধুই একাধিক কসমেটিক আপগ্রেড পেয়েছে এমনটা নয়। সেই সঙ্গেই আবার সাধারণ Jawa 42 Bobber মডেলের থেকে কিছু মেকানিকাল আপগ্রেডও পেয়েছে বাইকটি।

Jawa 42 Bobber নতুন ব্ল্যাক মিরর অবতারে হাজির, 2.25 লাখ টাকায় নতুনত্বের ছোঁয়া
Jawa 42 Bobber এর নতুন এডিশন এল বাজারে।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 3:05 PM

Jawa 42 Bobber বাইকের একটি ব্ল্যাক মিরর এডিশন লঞ্চ হয়ে গেল ভারতে। Jawa Yezdi মোটরসাইকেলের এই নতুন এডিশনের দাম শুরু হচ্ছে 2.25 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। নতুন ব্ল্যাক এডিশনটি যে শুধুই একাধিক কসমেটিক আপগ্রেড পেয়েছে এমনটা নয়। সেই সঙ্গেই আবার সাধারণ Jawa 42 Bobber মডেলের থেকে কিছু মেকানিকাল আপগ্রেডও পেয়েছে বাইকটি।

স্টাইলিং

Jawa 42 Bobber এর এই ব্ল্যাক মিরর সংস্করণে সবচেয়ে স্টাইলিং আপডেট হল তার ক্রোম-অলঙ্কৃত জ্বালানি ট্যাঙ্ক, যা অতীতের অন্যান্য Jawa মোটরসাইকেলগুলির কথা মনে করিয়ে দেয়। এই ক্রোম ফিনিশড ট্রিটমেন্টের কনট্রাস্ট করা হয়েছে ব্ল্যাক অ্যাক্সেন্ট দিয়ে, যা বাইকের লুকটিকে আরও স্পোর্টি করে তুলেছে। পাশাপাশি বাইকটি একটি ডায়মন্ড কাট অ্যালয় হুইলও পেয়েছে, যাতে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে।

এছাড়া বাইকের অন্যান্য স্টাইলিং সংক্রান্ত বিষয়গুলি আগের মতো একই থাকছে। সিঙ্গেল রাইডার্স সিট, বার-এন্ড মিররস, ব্ল্যাক-আউট ইন্টার্নালস, রানিং গিয়ার, সার্কুলার হেডল্যাম্প এবং একটি টিয়ারড্রপ শেপড ফুয়েল ট্যাঙ্ক ইত্যাদির সবই রয়েছে Jawa 42 Bobber ব্ল্যাক এডিশনে।

ইঞ্জিন

এই বাইকে রয়েছে 334cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিক্যুইড-কুলড ইঞ্জিন, যা 29 bhp এবং 32.7Nm প্রোডিউস করে। এই ইঞ্জিন পেয়ার করা হয়েছে একটি সিক্স-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। তবে বাইকের পাওয়ারট্রেনে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। আগের 33mm থ্রটল বডি এখন প্রতিস্থাপন করা হয়েছে নতুন এবং পরিণত 38mm থ্রটল বডির সাহায্যে।

ইঞ্জিন এবং ফুয়েল ম্যাপিংয়ে সামান্য চমক দেওয়া হয়েছে। মোটরসাইকেলটি এখন আগের 1,500rpm এর তুলনায় কম 1,350 rpm-এ নিষ্ক্রিয় হতে পারে। এটি বাইকের রাইডেবিলিটি আরও উন্নত করে এবং যে কোনও অবস্থায় মোটরটিকে আরও জ্বালানি-দক্ষ এবং আরামদায়ক করে তোলে। এছাড়া, গিয়ার এবং ইঞ্জিন কভারেও পরিবর্তন করা হয়েছে। একটি স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ যোগ করার ফলে গিয়ার শিফটগুলি এখন মসৃণ এবং সহজ হয়ে উঠেছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে অ্যাডজাস্টেবল সিট, একটি ইউএসবি চার্জিং পোর্ট, একটি ডিজিটাল কন্সোল এবং LED লাইটিং। এগুলির সবই Jawa 42 Bobber এর স্ট্যান্ডার্ড ভার্সনের মতো একই রাখা হয়েছে। প্রসঙ্গত, এই বাইকের অন্যান্য কালার অপশনগুলি হল মিস্টিক কপার, মুনস্টোন হোয়াইট এবং জ্যাসপার রেড, যাদের দাম 2.12 লাখ টাকা থেকে 2.15 লাখ টাকার মধ্যে।