Tata Nexon Royale Blue: টাটা নিক্সনের একটি নতুন রয়্যাল ব্লু মডেল লঞ্চ হল, ফিচার্সে একাধিক পরিবর্তন, দাম কত?

Tata Nexon 30 Lakh Production Unit: টাটার জনপ্রিয় নিক্সন গাড়িটির ৩০ লাখ প্রোডাকশন সম্পূর্ণ হল। আর তারই উদযাপনে নিক্সনের একটি রয়্যাল ব্লু কালার মডেলও লঞ্চ করল টাটা মোটরস।

Tata Nexon Royale Blue: টাটা নিক্সনের একটি নতুন রয়্যাল ব্লু মডেল লঞ্চ হল, ফিচার্সে একাধিক পরিবর্তন, দাম কত?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2022 | 11:19 PM

এই মুহূর্তে দেশে সাবকমপ্যাক্ট ক্রসওভার সেগমেন্টে টাটা নিক্সন (Tata Nexon) গাড়িটি অত্যন্ত জনপ্রিয়। জনপ্রিয় সেই গাড়িরই এবার ৩ মিলিয়ন বা ৩০ লাখ ইউনিট প্রোডাকশন সম্পন্ন করল টাটা মোটরস। তারই উদযাপনে দেশের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি টাটা নিক্সনের একটি রয়্যাল ব্লু কালার (Tata Nexon Royale Blue Colour) মডেল নিয়ে এল। সেই সঙ্গেই এই গাড়ির আরও চারটি নতুন ভ্যারিয়েন্টের সঙ্গেও দেশবাসীর পরিচয় করাতে চলেছে টাটা মোটরস (Tata Motors)। সব মিলিয়ে এখন টাটা নিক্সন গাড়ির মোট চারটি ভ্যারিয়েন্ট উপলব্ধ হল দেশের মার্কেটে। টাটা নিক্সনের নতুন রয়্যাল ব্লু কালার মডেল এবং আরও তিনটি বিশেষ ভ্য়ারিয়েন্ট যোগ করা হয়েছে, তাদের ফিচার্সেও সামান্য পরিবর্তন করা হয়েছে।

দেশের বাজারে সব মিলিয়ে টাটা নিক্সনের যে চারটি ভ্যারিয়েন্ট উপলব্ধ হল, সেগুলি হল এক্সজ়েড প্লাস (পি), এক্সজ়েডএপ্লাস (পি), এক্সজ়েড প্লাস (এইচএস) এবং এক্সজ়েডএপ্লাস (এইচএস)। এই নতুন ভ্যারিয়েন্টগুলি ডার্ক অবতারেও পাওয়া যাবে। এছাড়াও পেট্রলের পাশাপাশি ডিজ়েল ইঞ্জিন অপশনও থাকছে এই গাড়িগুলির। নিক্সনের এই নতুন ভ্যারিয়েন্টগুলির দাম শুরু হচ্ছে ১০.৮৭ লাখ টাকা থেকে। নতুন এই কালার ভ্যারিয়েন্টের পাশাপাশি সেই মডেলের কেবিনে কিছু অতিরিক্ত ক্রিচার কমফোর্টও দেওয়া হয়েছে।

অলট্রোজ় গাড়িটির ক্ষেত্রে যে ওপেল ব্লু স্কিম দেখা গিয়েছিল, এই রয়্যাল ব্লু শেডের রংটিও কিছুটা এক। কালার স্কিমের পাশাপাশি এই নতুন মডেলে রয়েছে একাধিক অতিরিক্ত গিজ়মো যেমন, এয়ার পিওরিফায়ার এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। এই দুচি ফিচার্সই সম্প্রতি টাটা নিক্সনের কাজ়িরাঙা এডিশনের ক্ষেত্রেও দেখা গিয়েছে।

এই ফিচারগুলি বাদ দিলে টাটা নিক্সনের টপ এন্ড এক্সজেডপ্লাস ও মডেলের মতোই নতুন এই কালার ভ্যারিয়েন্টের সব ফিচার্স প্রায় এক। অর্থাৎ এই নতুন মডেলেও থাকছে একটি ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ও তার সঙ্গে অ্যান্ড্রয়েড ও অ্যাপল কারপ্লে, অটো ক্লাইমেট কন্ট্রোল, রেন-সেন্সিং ওয়াইপার্স, ইলেকট্রিক সানরুফ, একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ় কন্ট্রোল, রিয়ার এসি ভেন্টস, এবং আইআরএ কানেক্টেড কার টেক।

সেফটি ফিচার্সের মধ্যে এই গাড়িতে দেওয়া হয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, এবিএস ও তার সঙ্গে ইবিডি, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম বা ইএসপি এবং আইএসওফিক্স চাইল্ড সিট অ্যাঙ্কোরেজেস। নতুন নিক্সন ভ্যারিয়েন্টে কারেন্ট ট্রিমেই আগের মতো একই ইন্টিরিয়ার ও এক্সটিরিয়ার স্টাইলিং অফার করা হবে।

টাটা নিক্সনের এই নতুন মডেলে দুটি ইঞ্জিন অপশন থাকছে – একটি ১.২ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন এবং আর একটি ১.৫ লিটার ডিজ়েল ইউনিট। আগের মডেলটি যেখানে ১১৮ বিএইচপি এবং ১৭০ এনএম পিক টর্ক অফার করত, ঠিক সেখানেই নতুন মডেলটি ১০৯ বিএইচপি এবং ২৬০ এনএম পিক টর্ক অফার করবে। দুটি মডেলেই থাকছে ৬ স্পিড ম্যানুয়াল বা ৬ স্পিড এএমটি।

আরও পড়ুন: মাত্র ৪০,০০০ টাকার কম দামে দেশের সেরা ৩ ইলেকট্রিক স্কুটার, সোয়্যাপেবল ব্যাটারি, দুর্দান্ত রেঞ্জ ও দুরন্ত গতি!

আরও পড়ুন: নতুন ওয়াগনআর নিয়ে এল মারুতি সুজ়ুকি, দাম ৫.৩৯ লাখ টাকা

আরও পড়ুন: দেশি ই-বাইক চেখে দেখার সুযোগ! ক্রেতাদের টেস্টিংয়ের সুবিধা দিতেই লঞ্চের আগে প্রকাশ্যে হোপ অক্সো ইলেকট্রিক মোটরসাইকেল