AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাজ থেকে বাঁচাতে এসি-ফ্রিজ নিয়ে কী সাবধানতা?

Protection From Lightning: বিদ্যুৎ সংযোগ নিয়ে এই সময় অনেকেই অনেক নিয়ম মেনে চলেন, তাও কিছু কিছু ক্ষেত্রে এমন অঘটন ঘটতে দেখা যায়। তাই এই পরিস্থিতিতে ঠিক কী কী করলে সহজেই এড়িয়ে যেতে পারেন এই ধরনের সমস্যা। 

বাজ থেকে বাঁচাতে এসি-ফ্রিজ নিয়ে কী সাবধানতা?
| Updated on: May 22, 2024 | 2:52 PM
Share

গরমকালে ঝড় বৃষ্টি লেগেই থাকে। একের পর এক কালবৈশাখী, ঝড়ের দাপটে নাজেহাল হতে হয় সাধারণকে। আর এই সময় সব থেকে বেশি যা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তা হল বাজ পড়া। কোথাও বাজ পড়ে ট্রান্সফর্মারে আগুন লাগছে, কোথাও আবার এসি ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতি থেকে বাঁচতে সবার আগে যা প্রয়োজন বেশ কিছু নিয়ম মেনে চলা। বিদ্যুৎ সংযোগ নিয়ে এই সময় অনেকেই অনেক নিয়ম মেনে চলেন, তাও কিছু কিছু ক্ষেত্রে এমন অঘটন ঘটতে দেখা যায়। তাই এই পরিস্থিতিতে ঠিক কী কী করলে সহজেই এড়িয়ে যেতে পারেন এই ধরনের সমস্যা।

আকাশে কালো মেঘ দেখলে কী করবেন? 

১. প্রথমেই বাড়ির জানলা দরজা বন্ধ করে দিন। বিশেষ করে যাঁদের কাঁচের জানলা দরজা, তাঁরা দ্রুত বন্ধ করে ফেলুন।

২. যে কোনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া ভাল। যা হাই ভোল্টেজের ইলেকট্রনিক জিনিস, তার প্রতি বেশি যত্নশীল হতে হবে। যেমন এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, টিভি ইত্যাদি।

৩. শুধু বন্ধ করলেই হবে না। প্লাগ থেকে তা খুলে ফেলতে হবে। এসি, ফ্রিজের প্লাগগুলো খুলে দিন। বাজ পড়ার সময় সুইচে হাত না দেওয়াই ভাল।

৪. এই ঋতুতে কখন ঝড় বৃষ্টি নামে, তার ঠিক নেই, তাই বাড়িতে যদি কেউ না থাকেন, অফিসে যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরনোর সময়ই এই কাজগুলো করে রাখুন। তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন।

৫. বিশেষ করে ফোনের প্রতি সচেতন হওয়া প্রয়োজন। ফোন চার্জে বসিয়ে রাখবেন না। তেমন হলে এই সময়টা ফোনের ব্যবহার কমিয়ে ফেলুন। প্রয়োজন ছাড়া ফোন করা বা ফোন ধরার দরকার নেই।

৬. বাড়ির আর্থিং-এ তো নজর দিতেই হবে। এর ওপরও অনেক কিছু নির্ভর করে। তাই বাড়িতে আর্থিং না থাকলে, সেই বিষয় দ্রুত ব্যবস্থা নিন।

৭. অযথা বিদ্যুদের ব্যবহার না করাই ভাল। ল্যাপটপে কোনও কাজ থাকলে তা চার্জ থেকে খুলে করুন। এতে অনেকাংশে বিপদ এড়িয়ে যাওয়া যায়।