ফোন চুরি গেলে Gpay-PhonePe-Paytm-এ থাকা UPI ID দ্রুত ব্লক করুন এই উপায়ে
Block UPI ID: দি ফোনটা কখনও হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কী করবেন? প্রথমেই নিশ্চয়ই Google Pay, PhonePe এবং Paytm-এর মতো UPI পেমেন্ট অ্যাপগুলিকে ব্লক করে দিতে চাইবেন। উপায় জানা আছে কি? জানা না থাকলে দেখে নিন কীভাবে ফোন থাকা সমস্ত UPI অ্যাপ ব্লক করে দেবেন, যাতে কোনওভাবেই কেউ আপনার টাকা উধাও করে দিতে না পারে।

আজকাল বহু মানুষই অনলাইন পেমেন্ট ব্যবহার করেন। ছোট খাটো দোকান থেকে শুরু করে বড় কোনও জায়গায়, অনলাইন পেমেন্টের অপশন থাকবেই। এছাড়াও কয়েক সেকেন্ডেই এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু যদি ফোনটা কখনও হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কী করবেন? প্রথমেই নিশ্চয়ই Google Pay, PhonePe এবং Paytm-এর মতো UPI পেমেন্ট অ্যাপগুলিকে ব্লক করে দিতে চাইবেন। উপায় জানা আছে কি? জানা না থাকলে দেখে নিন কীভাবে ফোন থাকা সমস্ত UPI অ্যাপ ব্লক করে দেবেন, যাতে কোনওভাবেই কেউ আপনার টাকা উধাও করে দিতে না পারে।
কীভাবে Paytm UPI আইডি ব্লক করবেন?
- প্রথমে Paytm ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর 01204456456-তে কল করুন।
- এরপর Lost Phone অপশন সিলেক্ট করুন।
- তারপর একটি অন্য নম্বর লিখুন। এর পরে হারিয়ে যাওয়া ফোন নম্বরটি লিখুন।
- এরপর Logout from all devices অপশন সিলেক্ট করুন।
- এবার Paytm ওয়েবসাইটে যান এবং 24×7 help optionটি সিলেক্ট করুন।
- এইভাবে আপনি Report a Fraud বা Message Us অপশনটি সিলেক্ট করতে পারেন।
- তারপর আপনাকে পুলিশ রিপোর্ট সহ আরও কিছু তথ্য দিতে হবে। সমস্ত বিবরণ চেক করার পরে, আপনার Paytm অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।
কীভাবে Google Pay UPI আইডি ব্লক করবেন?
- প্রথমে যে কোনো ফোন থেকে 18004190157 নম্বরটি ডায়াল করুন।
- এর পরে, customer care-এ Paytm অ্যাকাউন্ট ব্লক করার বিষয়ে জানাতে হবে।
- অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পিসি বা ফোনে গুগল ফাইন্ড মাই ফানোতে লগইন করতে হবে।
- এর পরে, Google Pay-এর সমস্ত ডেটা মুছে ফেলতে হবে। এর পরে আপনার Google Pay অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করা হবে।
- আপনি যদি একজন iOS ব্যবহারকারী হন, তাহলে আপনি Find my app এবং অন্যান্য Apple অনুমোদিত টুলের মাধ্যমে সমস্ত ডেটা মুছে Google Pay অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন।
Phonepe ইউপিআই আইডি কীভাবে ব্লক করবেন?
- প্রথমে 02268727374 বা 08068727374 নম্বরে কল করুন।
- যে মোবাইল নম্বরে UPI আইডি লিঙ্ক করা আছে, তার বিরুদ্ধে অভিযোগ করুন।
- ওটিপি চাওয়া হলে, losing SIM card and device অপশনটি সিলেক্ট করতে হবে।
- এর পরে আপনাকে কাস্টমার কেয়ারের সঙ্গে কানেক্ট করা হবে, যেখান থেকে আপনি কিছু তথ্য দিয়ে UPI আইডি ব্লক করতে পারবেন।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
