Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফোনে থাকা পুরনো ছবি কোথায় তুলেছিলেন মনে নেই? জানাবে Google Photos-এর এই ফিচার

Google Photo Feature: কোন জায়গায় কোন ফটোটা তুলেছেন, তা মনে করতেই সময় চলে যায়। আপনিও যদি এই সমস্যার মধ্যে থাকেন, তাহলে গুগল ফটোজ-এর একটি দুর্দান্ত ফিচার কাজে লাগাতে পারেন। গুগল ফটোজ-এ গিয়ে ছবি দেখলে তার সঙ্গেই দেখতে পাবেন ম্যাপ টাইমলাইন।

ফোনে থাকা পুরনো ছবি কোথায় তুলেছিলেন মনে নেই? জানাবে Google Photos-এর এই ফিচার
Follow Us:
| Updated on: Feb 22, 2024 | 9:30 AM

আপনি কোথায় কোন ছবি তুলেছেন, তা কয়েক মাস পরে আর মনেই থাকে না। তার উপরে যদি অনেকগুলো জায়গা একসঙ্গে ঘোরেন, তাহলে তো আর কথাই নেই। সব এক্কেবারে গুলিয়ে যায়। কোন জায়গায় কোন ফটোটা তুলেছেন, তা মনে করতেই সময় চলে যায়। আপনিও যদি এই সমস্যার মধ্যে থাকেন, তাহলে গুগল ফটোজ-এর একটি দুর্দান্ত ফিচার কাজে লাগাতে পারেন। গুগল ফটোজ-এ গিয়ে ছবি দেখলে তার সঙ্গেই দেখতে পাবেন ম্যাপ টাইমলাইন। অর্থাৎ আপনি কোথায় ছবিটি তুলেছেন, তা আপনাকে দেখিয়ে দেবে Google।

ম্যাপ টাইমলাইন ফিচার কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে আপনাকে গুগল ফটোজ-এর সার্চ ট্যাবে (Search) যেতে হবে। সেখানেই একটি নতুন পপ-আপ দেখতে পাবেন। এর সাহায্যে ক্যামেরা লোকেশনে জিপিএস জানা যাবে। অর্থাৎ ছবিটি কখন কোথায় তোলা হয়েছে সেই তথ্য জানতে পারবেন আপনি। তবে এক্ষেত্রে আপনার ফোনের স্মার্টফোনের লোকেশন সেটিংস (Location) অন রাখতে হবে। এর পাশাপাশি ছবি তুলে গুগল ফটোজ-এ সেভ করতে হবে। এর পরেই ক্যামেরার লোকেশন জিপিএস ট্র্যাক করা সম্ভব হবে এবং ছবির তোলার নির্দিষ্ট জায়গা সম্পর্কে জানতে পারবেন আপনি। ফলে যখনই আপনি Google Photos-এ ছবিটা খুলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে সেই জায়গার নাম দেখিয়ে দেবে।

এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই ফিচার কারা কারা পাবে? আপনি অ্যানড্রয়েড ব্যবহারকারী হোন বা আইওএস, সবেতেই আপনি এই ফিচার পাবেন। ইউজাররা গুগল ফটোজ অ্যাপের লেটেস্ট ভারসান ব্যবহার করলেই এই নতুন ফিচারের সুবিধা পাবেন। এর ফলে গুগল ফটোজ-এর মেমোরিতে আসা ছবির স্লাইড শো-র ক্ষেত্রেও আপনি কোথায় গিয়ে ছবি তুলেছিলেন সেটাও জানতে পারবেন।