AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aditya L-1 Live Update: শ্রীহরিকোটা থেকে লঞ্চ হয়ে গেল সৌরযান আদিত্য-L1… লাইভ দেখুন এখানে

| Edited By: | Updated on: Sep 02, 2023 | 7:13 PM
Share

Aditya L1: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 উৎক্ষেপণ করা হল। আদিত্য L1 সূর্যের বিস্তারিত অধ্যয়নের জন্য সাতটি ভিন্ন পেলোড বহন করছে।

Aditya L-1 Live Update: শ্রীহরিকোটা থেকে লঞ্চ হয়ে গেল সৌরযান আদিত্য-L1... লাইভ দেখুন এখানে

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 উৎক্ষেপণ করা হল। আদিত্য L1 সূর্যের বিস্তারিত অধ্যয়নের জন্য সাতটি ভিন্ন পেলোড বহন করছে। এটি লঞ্চের ঠিক 127 দিন পরে তার পয়েন্ট L1 এ পৌঁছাবে। ISRO প্রধান বলেছেন, “আদিত্য L-1 মিশন হতে চলেছে ISRO-এর প্রথম এমন এক মহাকাশ মিশন, যা সূর্যকে পর্যবেক্ষণ করবে। উৎক্ষেপণের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রকেট ও স্যাটেলাইট প্রস্তুত। লঞ্চের সময়ও প্রায় এগিয়েই এসেছে। ISRO-এর সবচেয়ে নির্ভরযোগ্য রকেট PSLV-C57 আদিত্য-L1 পৃথিবীর নিম্ন কক্ষপথে উৎক্ষেপণ করবে। তিন বা চারটি কক্ষপথে ঘোরার পরে, এটি সরাসরি পৃথিবীর প্রভাব বলয়ের (SOI) বাইরে চলে যাবে। তারপর শুরু হবে ক্রুজ পর্ব। সব কিছুর জন্যই সময় লাগবে 4 মাস।”

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Sep 2023 07:12 PM (IST)

    ISRO প্রধান এস সোমনাথ দলকে অভিনন্দন জানিয়েছেন

    ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল1-এর সফল উৎক্ষেপণের পর ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, “আমি পিএসএলভিকে আদিত্য-এল1 মিশনের জন্য অভিনন্দন জানাই। ইতিমধ্যেই এই মিশন যাত্রা শুরু করেছে কিছুটা পছ এগিয়ে গিয়েছে। এটি প্রায় 125 দিনের একটি দীর্ঘ ভ্রমণ। আদিত্য-এল 1 মহাকাশযান সফলভাবে পিএসএলভি রকেট থেকে পৃথক করা হয়ে গিয়েছে। তারপরেই এই তথ্য দিয়েছেন ইসরো প্রধান।  

  • 02 Sep 2023 04:47 PM (IST)

    সৌর অভিযানের পর ISRO-এর পরবর্তী মিশন কী?

    চন্দ্রযান 3 এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ISRO-এর সৌর মিশনের পরে, আরও একটি মিশন বাকি আছে, যা 2023 সালে চালু করা হবে। তৃতীয় মিশনটি হল গগনযান মিশন। আদিত্য এল 1, যা সৌর মিশনের জন্য রওনা হয়েছে, সূর্যের কাছে পৌঁছাতে 125 দিন সময় লাগবে। তারপরেই দিন গুনতে হবে গগনযান মিশনের।

  • 02 Sep 2023 04:14 PM (IST)

    আদিত্য L1 কতদিনে পৌঁছাবে এবং কতক্ষণ স্থায়ী হবে?

    আদিত্য L1 ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট-1-এ পৌঁছতে 125 দিন সময় নেবে। এর পর কিছু পরীক্ষা করা হবে। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে ডেটা আসতে শুরু করবে। যানটি 10 থেকে 15 বছরের জন্য ডেটা সরবরাহ করতে পারে। বিশেষ বিষয় হল এটিকে মহাকাশের L1 পয়েন্টে স্থাপন করা হবে, যা একটি স্থিতিশীল বিন্দু। অর্থাৎ এক জায়গায় স্থির থেকেই এটি পরীক্ষা নিরীক্ষা করবে। 

  • 02 Sep 2023 02:51 PM (IST)

    আদিত্য-এল1 সঠিক দিকে যাচ্ছে

    পিএসএলভি-এক্সএল রকেটের চতুর্থ পর্যায়ের ইঞ্জিন, যেটি আদিত্য-এল1-এর সঙ্গে উড়েছিল তা পুনরায় চালু করা হয়েছে। আদিত্য-এল1 সঠিক পথে চলছে বলেই জানাচ্ছেন ISRO-র বিজ্ঞানীরা। সমস্ত সিস্টেম সঠিকভাবে কাজ করছে। আদিত্য-এল1 এর ওজন 1480.7 কেজি। উৎক্ষেপণের প্রায় 63 মিনিট পরে, আদিত্য-এল1 মহাকাশযানটি রকেট থেকে আলাদা হয়ে গিয়েছে। 

  • 02 Sep 2023 02:01 PM (IST)

    ‘ স্বপ্ন সত্যি হওয়ার মতো’, আদিত্য এল-1 মিশনের পরিচালক কী বলছেন?

    আদিত্য এল-1-এর সফল উৎক্ষেপণ প্রসঙ্গে এই মিশনের পরিচালক নিগার শাজি বলেন, “এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি অত্যন্ত খুশি যে, আদিত্য এল-1 মিশন শুরু হয়েছে। এর 125 দিনের দীর্ঘ যাত্রা। আদিত্য এল-1 একবার চালু হলে, এটি দেশ এবং বিশ্ব বৈজ্ঞানিক কাঠামোর জন্য একটি বিরাট সম্পদ হবে। এই মিশনটিকে সম্ভব করার জন্য, এর সঙ্গে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাই।”

  • 02 Sep 2023 01:54 PM (IST)

    আদিত্য-L1 কোথায় পৌঁছাবে?

    ল্যারেঞ্জ পয়েন্ট, যাকে সংক্ষিপ্ত আকারে এল বলা হচ্ছে। আদিত্য-এল 1 কে সূর্যের কাছাকাছি এই বিন্দুতে পৌঁছাতে হবে। এই নাম দেওয়া হয়েছে গণিতবিদ জোসেফ-লুই লারেঞ্জের নামে। তিনিই এই লরেঞ্জ পয়েন্টগুলি আবিষ্কার করেছিলেন। আদিত্য-এল 1 পৃথিবী এবং সূর্য উভয়ের মাধ্যাকর্ষণ শক্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তাই তাকে এই পয়েন্টে রাখা হবে।

  • 02 Sep 2023 01:11 PM (IST)

    আদিত্য-এল 1 এর ওজন কত?

    আদিত্য-এল1 এর ওজন 1480.7 কেজি। উৎক্ষেপণের প্রায় 63 মিনিট পরে, আদিত্য-এল1 মহাকাশযানটি রকেট থেকে আলাদা হয়েছে। তবে রকেট আদিত্যকে 25 মিনিটের মধ্যে নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়েছে। এটি এই রকেটের দীর্ঘতম ফ্লাইটগুলির মধ্যে একটি।

  • 02 Sep 2023 12:55 PM (IST)

    আদিত্য-এল1-এর যাত্রায় কী-কী মাইলফলক হবে?

    আদিত্য-এল1 লোয়ার আর্থ অরবিট (LEO) থেকে যাত্রা শুরু করেছে। পিএসএলভি-এক্সএল রকেট কিছু সময় পরে এটিকে অর্পিত LEO-তে আদিত্য-এল1 ছেড়ে দেবে। এখান থেকে এটি 16 দিনের জন্য পৃথিবীর চারপাশে পাঁচটি কক্ষপথে ঘুরবে। তারপরে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র অর্থাৎ প্রভাব বলয়ের (SOI) বাইরে চলে যাবে। এখান থেকে আদিত্য-এল1 হ্যালো অরবিটে নিয়ে যাওয়া হবে। যেখানে L1 পয়েন্ট। এই যাত্রায় 109 দিন সময় লাগবে। আদিত্য-এল 1 কে দুটি বড় কক্ষপথে যেতে হবে, তাই এই যাত্রা খুবই কঠিন।

  • 02 Sep 2023 12:35 PM (IST)

    আদিত্য এল 1 লঞ্চে মানুষ ‘ভারত মাতা কি জয়ে’র স্লোগান তুলল

    ISRO-এর PSLV রকেট আদিত্য এল-1 বহনকারী শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে জনতা ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেয়।

  • 02 Sep 2023 12:26 PM (IST)

    আদিত্য এল 1 লঞ্চ দেখতে আসা মানুষ মানুষেরা কী বলছেন?

    আদিত্য এল-1 উৎক্ষেপণের পর, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (এসডিএসসি) এসএআরএ-তে মানুষ জড়ো হয়েছিল। তারা এই দৃশ্য দেখে ANI-কে জানিয়েছেন, “আমরা এটি দেখতে দূর-দূরান্ত থেকে এসেছি। এটি আমাদের জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত ছিল। আমরা সত্যিই উত্তেজিত।”

  • 02 Sep 2023 12:15 PM (IST)

    পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে বেরিয়ে গেল আদিত্য L-1

    ISRO-এর আদিত্য L1 পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গিয়েছে। বর্তমানে, ISRO অনুসারে, তৃতীয় পর্যায়টি আলাদা করা হয়েছে।

Published On - Sep 02,2023 11:45 AM