AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lava Blaze 5G স্মার্টফোনের দাম 16 হাজার টাকা, এই শর্ত মানলে পাবেন 700 টাকায়

Lava Blaze 5G Smartphone: দেশীয় কোম্পানি লাভা (Lava) সম্প্রতি তার সবচেয়ে সস্তা 5G ফোন Lava Blaze 5G-এর নতুন 6GB ভেরিয়েন্ট লঞ্চ করেছে। বর্তমানে এই ফোনটিতে বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Lava Blaze 5G স্মার্টফোনের দাম 16 হাজার টাকা, এই শর্ত মানলে পাবেন 700 টাকায়
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 9:54 AM
Share

Lava Blaze 5G Price:  দেশীয় কোম্পানি লাভা (Lava) সম্প্রতি তার সবচেয়ে সস্তা 5G ফোন Lava Blaze 5G-এর নতুন 6GB ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। বর্তমানে এই ফোনটিতে বিশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটির দাম 16 হাজার টাকা কিন্তু অফার সহ এই ফোনটি কেনা যাবে মাত্র 700 টাকায়। আপনি যদি 5G ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ হতে পারে। ফোনটিতে 5G কানেক্টিভিটি সহ 6 GB RAM এবং 128 GB স্টোরেজ রয়েছে। লাভা ব্লেজ 5জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর এবং 6.51 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটিতে উপলব্ধ অফার এবং ফিচার সম্পর্কে।

লাভা ব্লেজ 5জি (Lava Blaze 5G)-র অফার:

Lava Blaze 5G-এর দাম 16,349 টাকা, কিন্তু ফোনটি Amazon-এ 27 শতাংশ ডিসকাউন্ট সহ 11,999 টাকায় তালিকাভুক্ত হয়েছে। আপনি এই ফোনের সঙ্গে ব্যাঙ্ক অফারও পাবেন। ব্যাঙ্ক অফারের অধীনে নো-কস্ট ইএমআই (no-cost EMI) এবং ক্যাশব্যাকও (Cashback) পাচ্ছেন। শুধু তাই নয়, ফোনটিতে 11,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এর মানে আপনি আপনার পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই নতুন ফোনটি কিনলে এক্সচেঞ্জ বোনাস হিসেবে 11,300 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে এক্সচেঞ্জ অফারটি ফোনের বর্তমান অবস্থার উপর নির্ভর করবে। সমস্ত অফার এবং এক্সচেঞ্জ অফার সহ, ফোনটি 700 টাকায় কেনা যাবে।

lavaa

Lava Blaze 5G 6GB ভেরিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশন:

Lava Blaze 5G-এর 6GB ভেরিয়েন্টে একটি 6.51-ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন (720×1600 পিক্সেল) এবং 90Hz এর রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেতে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। Lava Blaze 5G 6GB-তে MediaTek Dimensity 700 প্রসেসর রয়েছে। এতে Android 12 সাপোর্ট করে। ফোনটিতে 6 জিবি র‍্যাম রয়েছে, এছাড়া 3 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ রয়েছে।

ফোনের প্রাথমিক লেন্স হল একটি 50-মেগাপিক্সেল AI সেন্সর। এর সাথে রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS)। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য সামনে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 5000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জিং সাপোর্ট পাওয়া যায়। ফোনটিতে চার্জ করার জন্য একটি USB Type-C পোর্ট এবং নিরাপত্তার জন্য একটি সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।