AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে আসছে মোটোরোলা এজ ২০ এবং এজ ২০ ফিউশন, কবে লঞ্চ? কোথা থেকে কেনা যাবে এই দু’টি ফোন

আগামী ১৭ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে মোটরোলা এজ ২০ এবং এজ ২০ ফিউশন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দু'টি ফোন।

ভারতে আসছে মোটোরোলা এজ ২০ এবং এজ ২০ ফিউশন, কবে লঞ্চ? কোথা থেকে কেনা যাবে এই দু'টি ফোন
ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোটোরোলার নতুন দু'টি স্মার্টফোন।
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 7:33 AM
Share

মোটোরোলা এজ ২০ ভারতে লঞ্চ হতে চলেছে, একথা আগেই ঘোষণা করেছিল সংস্থা। এবার নতুন ফোন লঞ্চের দিনক্ষণ জানালেন মোটোরোলা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ১৭ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ২০। জুলাই মাসে মোটরোলা এজ ২০ ফোনের সঙ্গে এই সিরিজের আরও দু’টি ফোন মোটোরোলা এজ ২০ লাইট এবং মোটোরোলা এজ ২০ প্রো লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। এর পাশাপাশি আর ও একটি ফোন (এই সিরিজের চতুর্থ মডেল) মোটোরোলা এজ ২০ ফিউশন লঞ্চের কথাও শোনা যাচ্ছে।

ইতিমধ্যেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে এই ফোনের টিজার প্রকাশ হয়েছে। শোনা যাচ্ছে মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনের গেমিং মোডে ৫৭৬Hz রিফ্রেশ রেট থাকতে পারে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে মোটরোলা এজ ২০- র সঙ্গে ভারতে মোটোরোলা এজ ২০ ফিউশন মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি মোটোরোলা কর্তৃপক্ষ তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে মোটোরোলা এজ ২০ ফোন লঞ্চের তারিখ এবং সময় প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এই ফোন ভারতের বাজারে লঞ্চ হবে আগামী ১৭ অগস্ট। ভারতীয় সময় দুপুর ১২টায় ফোন লঞ্চ হবে। আর মোটোরোলার এই নতুন স্মার্টফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এই ফোন ৬.৯ মিলিমিটার পুরু হতে পারে। টিজারে আভাস দেওয়া হয়েছে মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনও লঞ্চ হতে পারে যা আসলে মোটোরোলা এজ ২০ লাইট মডেলের রিব্র্যান্ডেড ভার্সান।

টিজারে দেখা গিয়েছে, মোটোরোলার নতুন ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং গ্লসি ব্যাকপ্যানেল থাকবে। এছাড়া ফোনের পিছনের অংশে একদম মাঝ বরাবর বসানো থাকবে ‘মোটোরোলা’ লোগো। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলেই উপরে বাঁদিকের কোণে থাকবে চৌকো আকৃতির ক্যামেরা মডিউল। সেখানে দুটো বড় এবং একটা ছোট সেনসর থাকবে।

ইউরোপে মোটরোলা এজ ২০ ফোন লঞ্চ হয়েছিল EUR ৪৯৯.৯৯ দামে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় ৪৩,৬০০ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য এই দাম ধার্য করা হয়েছিল। ভারতে মোটোরোলা এজ ২০ ফোনের যে ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তার দাম ইউরোপের মডেলের আশপাশেই থাকবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- Nokia C20 Plus: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ‘অ্যাফোর্ডেবল রেঞ্জ’-এর স্মার্টফোন, দাম কত?