33,999 টাকার Nothing Phone (1) মাত্র 4,750 টাকায়, Flipkart-এ লুফে নেওয়ার মতো অফার
Nothing Phone (1) Discount: Flipkart-এ এই ফোনের উপরে প্রাথমিক ভাবে 10,500 টাকা ছাড় দেওয়ার হচ্ছে। তারপরে Nothing Phone (1)-এর দাম হয়ে যাচ্ছে মাত্র 27,499। ফোনের এক্কেবারে হাই-এন্ড মডেলটির দাম 37,999 টাকা।
Nothing Phone (1) ভারতে বিগত কয়েক মাসে সর্বাধিক চর্চিত স্মার্টফোন। 2022 সালে এই ফোন লঞ্চ নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছিল। ব্রিটেনের টেক ফার্ম Nothing প্রতিষ্ঠাতা কার্ল পেই এমনই ফোন নিয়ে হাজির হয়েছেন, স্মার্টফোন দুনিয়া যা আগে কখনও দেখেনি। প্রসঙ্গত, এই কার্ল পেই ছিলেন OnePlus-এর সহ-প্রতিষ্ঠাতা। ওয়ানপ্লাস থেকে বেরিয়ে গিয়েই নাথিং সংস্থার জন্ম দিয়েছিলেন কার্ল পেই। পরবর্তীতে গ্লিফ ইন্টারফেস দেওয়া হয়েছে ফোনটিতে। তবে প্রিমিয়াম হ্যান্ডসেটটির দামও বেশ চড়া। যে কারণে ফোনটি অনেকেই কিনতে গিয়ে পিছিয়ে এসেছিলেন। তবে সেই ফোনের দামই এখন অনেকটা সস্তা হয়েছে। এতটাই সস্তা যে, 33,999 টাকা দামের এই Nothing Phone (1) আপনি পেয়ে যাবেন 4,750 টাকায়।
ভারতে Nothing Phone (1) লঞ্চ করা হয়েছিল 32,999 টাকায়। তারপরে ফোনটির দাম 1,000 টাকা বাড়িয়ে 33,999 টাকা করা হয়। ফোনের দুটি ভ্যারিয়েন্টের দামই যথাক্রমে 1,000 টাকা করে বাড়ানো হয়েছিল। এখন যদি আপনি নাথিং-এর একমাত্র ফোনটি ক্রয় করতে চান, তাহলে দুর্দান্ত সুযোগ রয়েছে আপনার জন্য। ফোনটির এক্কেবারে হাই-এন্ড ভ্যারিয়েন্টের উপরে 33,249 টাকা ছাড় দেওয়া হচ্ছে। যার ফলে Nothing Phone (1) আপনি পেয়ে যাবেন মাত্র 4,750 টাকায়।
Flipkart-এ এই ফোনের উপরে প্রাথমিক ভাবে 10,500 টাকা ছাড় দেওয়ার হচ্ছে। তারপরে Nothing Phone (1)-এর দাম হয়ে যাচ্ছে মাত্র 27,499। ফোনের এক্কেবারে হাই-এন্ড মডেলটির দাম 37,999 টাকা। যা ছাড় মিলছে, তা প্রায় ফোনের সব ভ্যারিয়েন্টের জন্যই। তার উপরে আপনার কাছে যদি IDFC FIRST ক্রেডিট কার্ড থাকে, তাহলে EMI ট্রান্জ়াকশনে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা 3,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এর অর্থ হল 10,500 টাকা ছাড়ের পরে Nothing Phone (1)-এ আপনি পেয়ে যাবেন 2,749 টাকা ছাড়।
তবে সবথেকে বড় ছাড় আপনি পেতে পারেন এক্সচেঞ্জ অফারে। ফ্লিপকার্ট এই ফোনের উপরে 20,000 টাকা ছাড় দিচ্ছে এক্সচেঞ্জ অফারে। অর্থাৎ আপনার কাছে যদি একটা পুরনো ফোন থাকে, তাহলে তা এক্সচেঞ্জ করে আপনি পেতে পারেন 20,000 টাকা ছাড়। তবে যে ফোনটি বদলাবেন তার পরিস্থিতি খুব ভাল হতে হবে। এই সব কিছু মিলিয়েই আপনি Nothing Phone (1) পেয়ে যেতে পারেন মাত্র 4,750 টাকায়।
এদিকে Nothing তার ফোনে Android 13 আপডেট দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। আপাতত আপডেটটি রয়েছে বিটা ফেজ়ে। শীঘ্রই তা সমস্ত Nothing Phone (1) ব্যবহারকারীর জন্য রোলআউট করা হবে। আপনি 4,750 টাকায় একটা Nothing Phone (1) ক্রয় করলে তাতে পেয়ে যাবেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G+ প্রসেসর, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।