AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo K9 Pro: ওপ্পোর এই নতুন ৫জি স্মার্টফোনে কী কী ফিচার থাকতে পারে? দেখে নিন

এই ফোনে থাকতে পারে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি অক্টা কোর MediaTek Dimensity ১২০০ প্রসেসর। এছাড়াও জানা গিয়েছে, এই ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা।

Oppo K9 Pro: ওপ্পোর এই নতুন ৫জি স্মার্টফোনে কী কী ফিচার থাকতে পারে? দেখে নিন
এই ফোনের সম্ভাব্য ফিচারগুলি দেখে নিন একনজরে।
| Edited By: | Updated on: Sep 26, 2021 | 10:25 PM
Share

নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো। জানা গিয়েছে, এবার ‘কে’ সিরিজে ওপ্পো কে৯ প্রো- এই নতুন ফোন লঞ্চ করবে সংস্থা। এই ফোনে থাকতে পারে ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি অক্টা কোর MediaTek Dimensity ১২০০ প্রসেসর। এছাড়াও জানা গিয়েছে, এই ফোনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা। ওপ্পো কে৯ প্রো একটি ৫জি স্মার্টফোন। এখানে রয়েছে স্মার্ট চার্জিং সাপোর্ট। ওপ্পো কে৯ প্রো স্মার্টফোন ছাড়াও এই সংস্থা ওপ্পো ওয়াচ ফ্রি এবং ওপ্পো স্মার্ট টিভি কে৯ লঞ্চ করতে চলেছে।

ওপ্পো কে৯ প্রো ফোনের সম্ভাব্য দাম

  • এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে CNY ২৩৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,৪০০ টাকা।
  • এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে CNY ২৫৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা।
  • এছাড়াও ওপ্পো কে৯ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে CNY ২৮৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,১০০ টাকা।

Glacier Overture, Obsidian Warrior এবং Neon Silver Sea— এই তিনটি রঙে লঞ্চ হতে পারে ওপ্পো কে৯ প্রো ফোন। এখনও এই ফোনের বিভিন্ন স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ওপ্পো সংস্থা প্রকাশ করেনি। তবে চিনের টেলিকম সাইটে PEYM00- এই মডেল নম্বর সমেত তালিকায় ওপ্পো কে৯ প্রো ফোনের নাম দেখা গিয়েছে। আর সেখানেই উক্ত দামগুলি উল্লেখ করা হয়েছে।

ওপ্পো কে৯ প্রো ফোনের সম্ভাব্য কয়েকটি বৈশিষ্ট্য

  • ওপ্পো সংস্থার চিনের ওয়েবসাইট অনুসারে এই ফোনে থাকতে পারে একটি ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz।
  • ওপ্পো কে৯ প্রো ফোনে থাকতে পারে একটি অক্টা কোর MediaTek Dimensity ১২০০ প্রসেসর।
  • এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৪৫০০mAh ব্যাটারি। তার সঙ্গে ৬০W সুপার ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
  • ওপ্পো কে৯ প্রো ফোনে নাকি শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ১৬ মিনিট।
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে ক্যামেরা সেটিংসে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে থাকতে পারে ৫জি, ওয়াই-ফাই ৬, NFC ফিচার।
  • ওপ্পো কে৯ প্রো ফোন ৮.৫ মিলিমিটার পুরু এবং ১৮০ গ্রাম ওজনের হতে পারে।