সুপারফাস্ট Samsung Galaxy M04 লঞ্চ হল ভারতে, জবরদস্ত কিছু ফিচার মাত্র 8,499 টাকায়
Samsung Galaxy M04-এর দাম শুরু হচ্ছে 8,499 টাকা থেকে। তবে এই দাম ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের জন্য। । 16 ডিসেম্বর ঠিক দুপুর 12টা থেকে ওপেন সেলে হাজির হচ্ছে ফোনটি। সেই দিন থেকেই উপভোক্তারা ফোনটি ক্রয় করতে পারবেন।
Samsung ভারতে এন্ট্রি-লেভেলের একটি নতুন ফোন নিয়ে হাজির হয়েছে। সেই Samsung Galaxy M04 ফোনের একটি ওয়েবপেজ ইতিমধ্যেই Amazon-এ দেখা গিয়েছে। সেখান থেকে জানা গিয়েছে, ফোনটির দাম ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য। হ্যান্ডসেটটিতে রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ।
Samsung Galaxy M04: দাম, কোথায়, কবে থেকে কিনতে পারবেন
Amazon লিস্টিং থেকে জানা গিয়েছে, Samsung Galaxy M04-এর দাম শুরু হচ্ছে 8,499 টাকা থেকে। তবে এই দাম ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের জন্য। তবে ফোনটির হাই-এন্ড মডেল অর্থাৎ 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম কত, সে সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। 16 ডিসেম্বর ঠিক দুপুর 12টা থেকে ওপেন সেলে হাজির হচ্ছে ফোনটি। সেই দিন থেকেই উপভোক্তারা ফোনটি ক্রয় করতে পারবেন। অ্যামাজন এবং স্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কিনতে পারবেন কাস্টমাররা।
Samsung Galaxy M04: স্পেসিফিকেশন, ফিচার
1) Samsung Galaxy M04 স্মার্টফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+LCD স্ক্রিন, যার রেজ়োলিউশন 720×1600 পিক্সেলস।
2) পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক হেলিও P35 প্রসেসরের সাহায্যে।
3) সফটওয়্যার হিসেবে এই ফোনে থাকছে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব One UI। সংস্থা এই Galaxy M04 স্মার্টফোনের জন্য দুই বছরের OS আপগ্রেডের আশ্বাস দিয়েছে, যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
4) হ্যান্ডসেটটিতে রয়েছে 8GB পর্যন্ত RAM এবং RAM Plus ফিচার। সেই সঙ্গেই আবার থাকছে 128GB পর্যন্ত স্টোরেজ। এছাড়া, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
5) Samsung Galaxy M04-এর পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 13MP ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 2MP ম্যাক্রো ক্যাম এবং LED ফ্ল্যাশ।
6) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
7) রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি। ডিভাইসটি 10W চার্জিং অ্যাডাপ্টার অফার করছে।
8) কানেক্টিভিটির জন্য Galaxy M04-এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ, GPS, একটি USB-C পোর্ট এবং একটি 3.5mm অডিও জ্যাক।
9) তবে, এই Samsung Galaxy M04 ফোনে কোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। তার পরিবর্তে বায়োমেট্রিক সিকিওরিটির জন্য রয়েছে ফেস আনলক।
10) কালো ও সবুজ এই দুই রঙে পাওয়া যাবে ফোনটি।