Vivo Y56 এসে গেল ভারতে, 50MP সুপার নাইট ক্যামেরা, রাতে তীক্ষ্ণ-ঝকঝকে ছবি
Vivo Y56 Price, Specifications: ভারতে একটাই মাত্র স্টোরেজ ভার্সনে নিয়ে আসা হয়েছে এই ফোনটি। সেই 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 50MP সুপার নাইট ক্যামেরা এবং বেশ বড় একটি 5000mAh ব্যাটারি।
Vivo ভারতে একটি নতুন স্মার্টফোন নিয়ে এল। নতুন ফোনটি যোগ করা হয়েছে কোম্পানির জনপ্রিয় Y Series-এ। ফোনটির নাম Vivo Y56। লেটেস্ট ভিভো ফোনটি 20,000 টাকা বাজেটের মধ্যেই লঞ্চ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে 50MP সুপার নাইট ক্যামেরা এবং বেশ বড় একটি 5000mAh ব্যাটারি। Vivo Y56 ফোনের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
Vivo Y56: দাম ও উপলব্ধতা
Vivo Y56 ভারতে একটাই মাত্র স্টোরেজ ভার্সনে নিয়ে আসা হয়েছে। সেই 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা। শনিবার, 18 ফেব্রুয়ারি থেকেই এই ফোনটি Vivo-র অফিসিয়াল ওয়েবসাইট এবং সংস্থাটির সমস্ত পার্টনার রিটেল দোকান থেকে বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে ফোনটির। দুটি কালার অপশন রয়েছে এই ফোনের— অরেঞ্জ শিমার এবং ব্ল্যাক ইঞ্জিন। ICICI, SBI এবং Kotak Mahindra ব্যাঙ্কের কাস্টমাররা এই ফোন ক্রয় করলে পেয়ে যাবেন 1,000 টাকা ক্যাশব্যাক।
Vivo Y56: ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y56 ফোনে রয়েছে 6.58 ইঞ্চির FHD+ ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসরের সাহায্যে। এই চিপসেট পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে Android 13 আউট অফ দ্য বক্স ভিত্তিক FunTouch OS 13 অপারেটিং সিস্টেম। রয়েছে শক্তিশালী এবং বড় একটি 5,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই দুরন্ত ব্যাটারি ব্যবহারকারীদের মসৃণ এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা নিশ্চিত করে।
দুটি ক্যামেরা রয়েছে Vivo Y56-র পিছনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP নাইট মেইন ক্যামেরা। দিন ও রাতে তীক্ষ্ণ এবং ঝকঝকে ছবি তোলার জন্য ফোনটিতে 2MP বোকে ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটির সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে, যা ভাইব্র্যান্ট এবং হাই-রেজ়োলিউশন সেলফি ছবির অভিজ্ঞতা দিতে পারে কাস্টমারদের।
তবে সুপার নাইট ক্যামেরা মোড ছাড়াও Vivo Y56-র ক্যামেরা সেটআপে রয়েছে আরও একাধিক বৈশিষ্ট্য। তার মধ্যে উল্লেখযোগ্য হল, বোকে ফ্লেয়ার পোর্ট্রেইট, প্রফেশনাল ভিউফাইন্ডার সিস্টেম।