ChatGPT এবার Snapchat-এ, চ্যাট করার সময় পাঠাতে পারবেন AI ইমেজ

Snapchat Add ChatGPT: স্ন্যাপচ্যাটের মূল কোম্পানি Snap Inc জানিয়েছে যে, অ্যাপে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। My AI নামের এই chatbot দিয়ে ইউজ়াররা এআই-জেনারেট করা ছবি বানাতে পারবেন।

| Edited By: | Updated on: Apr 20, 2023 | 3:47 PM
কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) পরিধি ক্রমাগত বেড়েই চলেছে। আর বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে ChatGPT-এর মতো জনপ্রিয় AI বটটি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও AI-এর ব্য়বহার করবে বলে তৈরি হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) পরিধি ক্রমাগত বেড়েই চলেছে। আর বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে ChatGPT-এর মতো জনপ্রিয় AI বটটি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও AI-এর ব্য়বহার করবে বলে তৈরি হয়েছে।

1 / 8
সেই মতোই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটেও (Snapchat) ব্যবহার করা হবে। স্ন্যাপচ্যাটের মূল কোম্পানি Snap Inc জানিয়েছে যে, অ্যাপে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। My AI নামের এই chatbot দিয়ে ইউজ়াররা এআই-জেনারেট করা ছবি বানাতে পারবেন।

সেই মতোই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটেও (Snapchat) ব্যবহার করা হবে। স্ন্যাপচ্যাটের মূল কোম্পানি Snap Inc জানিয়েছে যে, অ্যাপে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। My AI নামের এই chatbot দিয়ে ইউজ়াররা এআই-জেনারেট করা ছবি বানাতে পারবেন।

2 / 8
ফটো মেসেজিং অ্যাপে এটি একটি বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। আপনি সেই এআই-জেনারেট করা ছবি মেসেজ হিসেবে পাঠাতেও পারবেন। তবে AI-জেনারেটেড ছবি পাঠানোর সুবিধা প্রথমে Snapchat+ এ পাওয়া যাবে।

ফটো মেসেজিং অ্যাপে এটি একটি বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। আপনি সেই এআই-জেনারেট করা ছবি মেসেজ হিসেবে পাঠাতেও পারবেন। তবে AI-জেনারেটেড ছবি পাঠানোর সুবিধা প্রথমে Snapchat+ এ পাওয়া যাবে।

3 / 8
গত কয়েক মাসে, AI প্রযুক্তি বিভিন্ন শিল্পের দৃষ্টি আকর্ষণ করেছে। এটিতে আপনি কিছু লিখলেই বা প্রশ্ন করলেই তার উত্তর দিয়ে দিচ্ছে Chatbot। তাই সব সংস্থাই তাদের অ্যাপে এই Chatbot-টিকে যুক্ত করতে চাইছেন।

গত কয়েক মাসে, AI প্রযুক্তি বিভিন্ন শিল্পের দৃষ্টি আকর্ষণ করেছে। এটিতে আপনি কিছু লিখলেই বা প্রশ্ন করলেই তার উত্তর দিয়ে দিচ্ছে Chatbot। তাই সব সংস্থাই তাদের অ্যাপে এই Chatbot-টিকে যুক্ত করতে চাইছেন।

4 / 8
তবে শুধুই লেখা নয়, ছবিও তৈরি করতে পারে। স্ন্যাপচ্যাটের চ্যাটবট মাই এআই আপনাকে কবিতা লেখা থেকে যেকোনও কিছু খুঁজে দেয়। এই চ্যাটবটটি প্রথমে স্ন্যাপচ্যাট প্লাসে চালু করা হবে।

তবে শুধুই লেখা নয়, ছবিও তৈরি করতে পারে। স্ন্যাপচ্যাটের চ্যাটবট মাই এআই আপনাকে কবিতা লেখা থেকে যেকোনও কিছু খুঁজে দেয়। এই চ্যাটবটটি প্রথমে স্ন্যাপচ্যাট প্লাসে চালু করা হবে।

5 / 8
স্ন্যাপচ্যাট My AI চ্যাটবট তৈরি করতে আমেরিকান গবেষণা সংস্থা ওপেনএআই-এর  চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহার করেছে। তবে পরিবর্তিতে সংস্থাটি অগমেন্টেড রিয়ালিটি (AR) বিকাশে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে।

স্ন্যাপচ্যাট My AI চ্যাটবট তৈরি করতে আমেরিকান গবেষণা সংস্থা ওপেনএআই-এর চ্যাটজিপিটি প্রযুক্তি ব্যবহার করেছে। তবে পরিবর্তিতে সংস্থাটি অগমেন্টেড রিয়ালিটি (AR) বিকাশে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে।

6 / 8
এই ফিচারটি কতটা নিরাপদ?  অনেক সময়ই দেখ গিয়েছে চ্যাটবটকে বিভিন্ন ধরনের আপত্তিকর বা ক্ষতিকারক প্রশ্ন করলে সে তার উত্তর দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে অ্যাপের উপর কোনও খারাপ প্রভাব পড়বে কি না এখন সেটাই প্রশ্ন।

এই ফিচারটি কতটা নিরাপদ? অনেক সময়ই দেখ গিয়েছে চ্যাটবটকে বিভিন্ন ধরনের আপত্তিকর বা ক্ষতিকারক প্রশ্ন করলে সে তার উত্তর দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে অ্যাপের উপর কোনও খারাপ প্রভাব পড়বে কি না এখন সেটাই প্রশ্ন।

7 / 8
Snapchat-এর তরফে জানানো হয়েছে, এই My AI চ্যাটবটটি কোনও রকম আপত্তিকর কনটেন্ট বানাবে না। তাই সেই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারে ইউজ়াররা। তবে আর কিছুদিনের মধ্য়েই এই ফিচারটি সবার জন্য চালু করা হবে। আপনি যদি  Snapchat+ এর মেম্বার না হন, তাহলে আপনাকে এখনও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Snapchat-এর তরফে জানানো হয়েছে, এই My AI চ্যাটবটটি কোনও রকম আপত্তিকর কনটেন্ট বানাবে না। তাই সেই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারে ইউজ়াররা। তবে আর কিছুদিনের মধ্য়েই এই ফিচারটি সবার জন্য চালু করা হবে। আপনি যদি Snapchat+ এর মেম্বার না হন, তাহলে আপনাকে এখনও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।

8 / 8
Follow Us: