নতুন বছরে বড় চমক Apple-এর, এই 5 দুর্দান্ত ডিভাইসে বাজার কাঁপবে
Upcoming Apple Device: নতুন বছর অ্যাপল প্রেমীদের জন্য দুর্দান্ত একটি বছর হতে চলেছে। অ্যাপল গ্রাহকদের সুবিধার্থে তাদের নতুন কিছু ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল 2024-এ বাজারে নতুন ডিভাইস লঞ্চ করবে।

চলতি বছরে Apple অনেক ডিভাইস নিয়ে এসেছে। তবে সব কিছুকে ছাড়িয়ে বিপুল সংখ্যক মানুষের নজর কেড়েছে iPhone 15 সিরিজ়। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই নতুন বছর। নতুন বছর অ্যাপল প্রেমীদের জন্য দুর্দান্ত একটি বছর হতে চলেছে। অ্যাপল গ্রাহকদের সুবিধার্থে তাদের নতুন কিছু ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, অ্যাপল আগামী 2024-তে বাজারে নতুন ডিভাইস লঞ্চ করবে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় কী কী ডিভাইস রয়েছে।
অ্যাপল জিপিটি (Apple GPT)
ব্লুমবার্গের মার্ক গুরম্যানের একটি প্রতিবেদন অনুসারে, অ্যাপল তার নিজস্ব এআই মডেল, অ্যাপল জিপিটি তৈরি করছিল। এজাক্স প্ল্যাটফর্মকে কেন্দ্র করে সেটি তৈরি করা হচ্ছিল। এই Apple GPT-তে আপনি আইফোন এবং আইপ্যাড এবং অন্যান্য ডিভাইসের সঙ্গে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করতে পারবেন।
অ্যাপল ওয়াচ সিরিজ 10 (Apple Watch Series 10)
অ্যাপল এই বছরের জুন মাসে ওয়ান্ডারলাস্ট ইভেন্টে তার দু’টি নতুন স্মার্টওয়াচ – অ্যাপল ওয়াচ সিরিজ 9 (Apple Watch Series 9) এবং ওয়াচ আল্ট্রা (Watch Ultra) চালু করেছিল। আর তা বাজারে বিরাট জনপ্রিয়তা পেয়েছিল। এবার যদি এই আসন্ন স্মার্টওয়াচটির কথা বলা হয়, তবে সেটি হতে পারে Apple Watch X বা Apple Watch Series 10।
আইপ্যাড (ipads)
অ্যাপল 2024 সালের মার্চ মাসে তার আইপ্যাড এয়ার, ম্যাকবুক এয়ার এবং আইপ্যাড প্রো রেঞ্জ আপডেট করতে চলেছে। Apple মার্চ লঞ্চ ইভেন্টে নতুন iPad সিরিজের সঙ্গে iPadOS 17.4ও লঞ্চ করতে পারে। যদিও macOS 14.3 আপডেট জানুয়ারি বা ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে বলেই মনে করা হচ্ছে।
AirPods 4:
অ্যাপল এয়ারপডস সিরিজের একটি নতুন ভার্সন আনার প্রস্তুতি নিচ্ছে। আর যদি এই AirPods সম্পর্কে বলা হয়, তবে এই নতুন AirPods-এ একটি ছোট স্টেম, পুনরায় ডিজাইন করা কেস, বিল্ট-ইন স্পিকার এবং একটি USB-C পোর্ট দেওয়া যেতে পারে। তবে বর্তমানে কোম্পানি কোনও আসন্ন ডিভাইস লঞ্চের বিষয়ে অফিসিয়ালি প্রকাশ করেনি।





