Disney+Hotstar: ভারতে ৪৯ এবং ১৯৯ টাকার দুটো নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আনতে চলেছে ডিজনি+হটস্টার
আপাতত ভারতে ডিজনি+হটস্টারের তিনটি প্ল্যান চালু রয়েছে। এর মধ্যে প্রথমটি হল ৪৯৯ টাকার মোবাইল প্ল্যান, ৮৯৯ টাকার 'সুপার' প্ল্যান এবং ১৪৯৯ টাকার 'প্রিমিয়াম' প্ল্যান। এই তিনটি প্ল্যানেরই মেয়াদ এক বছর।

ভারতে নতুন মোবাইল প্ল্যান চালু করতে চলেছে ডিজনি+হটস্টার। ওটিটি প্ল্যাটফর্মে আরও বেশি গ্রাহককে যুক্ত করার জন্যই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে বলে অনুমান। চালু হচ্ছে ৯৯ টাকা এবং ১৯৯ টাকার প্ল্যান। তবে নির্দিষ্ট কয়েকটি পেমেন্ট অপশনের মাধ্যমেই এইসব প্ল্যান রিচার্জ করতে পারবেন ইউজাররা। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ইউজারদের ক্ষেত্রে এই প্ল্যান সীমাবদ্ধ থাকবে। একটি ইউজার রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, মাসে ৪৯ টাকা এবং ১৯৯ টাকার মোবাইল প্ল্যান আনতে চলেছে ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্ম।
আপাতত ভারতে ডিজনি+হটস্টারের তিনটি প্ল্যান চালু রয়েছে। এর মধ্যে প্রথমটি হল ৪৯৯ টাকার মোবাইল প্ল্যান, ৮৯৯ টাকার ‘সুপার’ প্ল্যান এবং ১৪৯৯ টাকার ‘প্রিমিয়াম’ প্ল্যান। এই তিনটি প্ল্যানেরই মেয়াদ এক বছর। প্রসঙ্গত উল্লেখ্য, Reddit- এ এক ইউজার কয়েকদিন আগে লিখেছিলেন যে ডিজনি+হটস্টারের একটি প্ল্যান ৫০ টাকা ছাড় পেয়েছে। এখন সেটার খরচ ৪৯ টাকা। অর্থাৎ আসল প্ল্যানের দাম ৯৯ টাকা। এই প্ল্যানের মেয়াদ একমাস। অন্যদিকে, OnlyTech- এর রিপোর্ট অনুসারে এই প্ল্যানে বিজ্ঞাপন দেখা যাবে এবং একটিই ডিভাইসের ক্ষেত্রে ডিজনি+হটস্টার লাইব্রেরির অ্যাকসেস পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানের মাধ্যমে এইচডি (৭২০পি) রেসোলিউশনের স্ট্রিমিং ভিডিয়ো এবং স্টিরিয়ো অডিয়ো কোয়ালিটির ভাল সাউন্ড বা শব্দ পাবেন গ্রাহকরা।
বলা হচ্ছে, নির্দিষ্ট কিছু ইউজারের জন্য ৪৯ টাকার প্ল্যান ধার্য হয়েছে। যেসব ইউজার কার্ড, পেটিএম, ফোনপে বা ইউপিআই- এর মাধ্যমে সাবস্ক্রিপশনের পেমেন্ট করবেন, তাঁরা এই ৪৯ টাকার প্ল্যানের পরিষেবা পাবেন। অন্যদিকে ১৯৯ টাকারও একটা প্ল্যান চালু হচ্ছে ডিজনি+হটস্টারে। শোনা যাচ্ছে, এই প্ল্যানও নির্দিষ্ট সংখ্যক ইউজারের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। আর অফার শেষ হলে এই প্ল্যান পাওয়া যাবে ২৯৯ টাকায়। এই প্ল্যানের মেয়াদ ৬ মাস। এক্ষেত্রেও ইউজাররা এইচডি (৭২০পি) কোয়ালিটির ভিডিয়ো দেখতে পাবেন। আর এক্ষেত্রেও কনটেন্টের মাঝে খেলা এবং সিনেমার বিজ্ঞাপন থাকবে।
গত জুলাই মাসে ভারতে হটস্টার তাদের সাবস্ক্রিপশন প্ল্যান নতুন করে তৈরি করেছিল। সেখানে এক বছরের প্ল্যান শুরু হয়েছিল ৪৯৯ টাকা থেকে। এটির নাম মোবাইল প্ল্যান। এছাড়াও ৮৯৯ টাকার সুপার প্ল্যান ও ১৪৯৯ টাকার প্রিমিয়াম প্ল্যানও রয়েছে। এই দুই প্ল্যানের মেয়াদও এক বছর। কেবলমাত্র মোবাইলেই এই তিনটি সাবস্ক্রিপশন করা সম্ভব। সিঙ্গল বা একটি ডিভাইসের জন্য এইচডি ভিডিয়ো স্ট্রিমিং হবে ৪৯৯ টাকার মোবাইল প্ল্যানের মাধ্যমে। সুপার প্ল্যানের ক্ষেত্রে ফুল এইচডি (১০৮০পি) রেসোলিউশনের ভিডিয়ো দেখা যাবে এবং এই প্ল্যান দুটো ডিভাইসে কাজ করবে। আর প্রিমিয়াম প্ল্যান কাজ করবে চারটি ডিভাইস এবং ফুল এইচডি ভিডিয়ো দেখা যাবে। সুপার এবং প্রিমিয়াম প্ল্যানে ডলবি ৫.১ অডিয়ো সাপোর্ট থাকবে। আর মোবাইল প্ল্যানে স্টিরিয়ো অডিয়ো কোয়ালিটি থাকবে।
আরও পড়ুন- Boult Audio: ভারতে লঞ্চ হয়েছে এই সংস্থার নতুন এয়ারবাস প্রোপডস এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস
