LG 2023 OLED: উন্নতমানের গেমিং ফিচার আর ডলবি ভিশন সাপোর্ট নিয়ে বাজারে আসছে LG OLED evo টিভি
CES 2023: মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো বা CES 2023। এই শো-এ সমস্ত প্রযুক্তিকারক সংস্থাগুলি তাদের নতুন প্রোডাক্ট প্রদর্শন করে। নামজাদা ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলির মধ্য়ে রয়েছে, Samsung OLED টেলিভিশন ও মনিটর এবং LG-র নতুন 2023 OLED TV।
LG 2023 OLED TV: নতুন বছরের অর্থাৎ 2023-এর 5 জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত হচ্ছে কনজিউমার ইলেকট্রনিক শো বা CES 2023। এই শো-এ সমস্ত প্রযুক্তিকারক সংস্থাগুলি তাদের নতুন প্রোডাক্ট প্রদর্শন করে। নামজাদা ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলির মধ্য়ে রয়েছে, Samsung OLED টেলিভিশন ও মনিটর এবং LG-র নতুন 2023 OLED TV। তবে সামনে এসেছে LG 2023 OLED টিভিগুলির ফিচার এবং স্পেসিফিকেশন। চলুন দেখে নেওয়া যাক।
LG 2023 OLED টিভিগুলির ফিচার এবং স্পেসিফিকেশন:
LG সংস্থাটি শীঘ্রই বাজারে আনছে এভো (evo) টিভি সিরিজ। যার মধ্যে থাকছে LG Z3, G3 এবং C3 OLED টিভি। এই নতুন প্রিমিয়াম রেঞ্জের টেলিভিশনগুলিতে সেলফ লিট ভিউয়িং এক্সপেরিয়েন্স থাকবে। এছাড়াও থাকবে ইমেজ প্রসেসিং টেকনোলজি এবং উন্নত ভার্সনের ওয়েবওস (webOS)। এগুলিতে আলফা প্রসেসর দ্বারা চালিত এআই সাউন্ড প্রো ফিচার পাওয়া যাবে, যা ইনবিল্ট স্পিকারের মাধ্যমে ভার্চুয়াল 9.1.2 সারাউন্ড আউটপুট সরবরাহ করবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন ওলেড টিভিগুলিতে নতুন A9 Ai প্রসেসর জেন6 (A9 AI Processor Gen6) থাকায় টিভিগুলি উচ্চমানের উজ্জ্বলতা ও কালার সহ স্বচ্ছ ছবি প্রদান করবে। LG 2023 OLED টিভিগুলি শুধুমাত্র ভিউয়িং এক্সপিরিয়েন্সই নয়, উন্নতমানের গেমিং এক্সপেরিয়েন্সও প্রদান করবে।
LG 2023 OLED টিভিগুলিতে Ai পিকচার প্রো রয়েছে। ফলে প্রতিটা ফ্রেমের ইমেজগুলিকে আপ স্কেল করে এবং ডায়নামিক টোন ম্যাপিং ইউজারকে আরও উন্নতমানের ভিউয়িং এক্সপেরিয়েন্স প্রদান করে। এতে ব্রাইটনেস বুস্ট টেকনোলজি রয়েছে। যা 70 শতাংশ ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। উন্নতমানের গেমিং ফিচার আর ডলবি ভিশন সাপোর্ট। সঙ্গে থাকবে 0.1 মিলি সেকেন্ড রেসপন্স রেট এবং গেম অপটিমাইজার ফিচার। LG 2023 OLED টিভিগুলি পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি এবং এগুলিতে ব্যাক লাইটিং ইউনিট অনুপস্থিত।