Swimming Pool Cleaner: ছোট-বড়-মাঝারি পুকুর বা সুইমিং পুল ঝাঁ চকচকে করে তুলবে এই ছোট্ট রোবট, বেশি দাম নয়, কিনবেন নাকি?
Cleaning Robot: আপনার বাড়ির বা পাড়ার পুকুরটা যদি সাফ রাখতে পারেন, দশটা-পাঁচটার রোজনামচার বাইরে একটু হলেও তো জিরিয়ে নিতে পারেন!
Seagull Pro: কলকাতায় থাকেন? তাহলে তো নিশ্চয়ই আপনার বাড়ির সামনে বা আশেপাশে পুকুর কমই দেখবেন। কিন্তু যে কটাই দেখা যায়,তেমন কমও তো কিছু নয়। আর সেগুলিকে বাঁচিয়ে রাখার কতটা ব্যবস্থা করি আমরা? করিই না প্রায়। তার কারণ, এই শহরে যে কয়েকটা পুকুর আজও বেঁচে আছে, তাদের অধিকাংশই নোংরা, দুর্গন্ধযুক্ত। তাহলে আমরা কীভাবে সেই পুকুরের সামনে বসে অতিন্দ্রিয় সুখানুভূতির স্বাদ আস্বাদন করব? উপায়? উপায়ের নাম সিগাল প্রো (Seagull Pro), সামান্য একটা রোবট (Robot) আপনার মুশকিল আসান করবে। কীভাবে জানেন?
পুল (Pool) বা পুকুর পরিষ্কার করতে পারে এমন রোবট বাজারে এনেছে এইপার (Aiper)। তাদের আবিষ্কারের তালিকায় নবতম সংযোজন এই সিগাল প্রো (Seagull Pro)। বাড়ির অন্দরের প্রাইভেট পুল হোক বা বাড়ির সামনের ছোটখাটো জলাশয়, নিমেষে জঞ্জাল পরিষ্কার করতে এর জুড়ি মেলা ভার। আর তাই সিইএস 2023 (CES 2023) শীর্ষক ইভেন্টে পুরস্কারও পেয়েছে এই রোবট। ভ্যাকিউম ক্লিনারের (Vacumn Cleaner) মতো যত্রতত্র না ঘুরে ওয়েভপাথ নেভিগেশন (WavePath Navigation) ব্যবহার করে একটি নির্দিষ্ট পথে এগিয়ে সম্পূর্ণ পুকুর পরিষ্কারে সক্ষম ছোট্ট, কিউট এই সিগাল প্রো নামক রোবটটি।
সিগাল প্রো-র আসল শক্তির মূলে রয়েছে চারটি অসামান্য ক্ষমতাসম্পন্ন মোটর। নিমেষে পুলের চারপাশে ঘুরে-ঘুরে নোংরা শুষে নিতে পারে এই রোবট। সংস্থার বিবৃতি অনুযায়ী, “ধুলো, বালি, পাতা, চুল থেকে অন্যান্য আবর্জনা, সবটা শুষে পরিষ্কার জল বাইরে নিষ্কাশিত করে দেয় সিগাল।” একবার চার্জে সর্বাধিক তিন ঘণ্টা পর্যন্ত সাফাইয়ের কাজ করতে পারে সিগাল। প্রায় 3,200 স্কোয়্যার ফুট মাপের পুকুর পরিষ্কার করতে পারে রোবটটি। এছাড়াও, ফ্লোর ক্লিনিং, ওয়াল ক্লিনিং এবং অটো— এই তিন মোডে চলতে পারে সিগাল প্রো।
কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, আগামী মার্চেই বাজারে চলে আসবে এই রোবট। সিগাল প্রো-র মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 75,000 টাকার কাছাকাছি হতে পারে। যদিও তার প্রায় অর্ধেক মূল্যে আপনি পেয়ে যেতে পারেন সিগাল প্লাস (Seagull Plus), যার মধ্যে রয়েছে দুটি মোটর। এক চার্জে সিগাল প্লাস প্রায় 1,300 স্কোয়্যার ফুট মাপের পুকুর সাফাই করতে সক্ষম। সিগাল প্লাসের সম্পূর্ণ চার্জিংয়ে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। মার্চে এই রোবট সিরিজের আর একটি মডেল আসতে চলেছে, সিগাল এলিট প্রো (Seagull Elite Pro)। এখন সেই মডেলটি কতটা উন্নত, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি।
পুকুর পরিষ্কার করার জন্য 75,000 বা 40,000 টাকা খরচ করতে চান না নিশ্চয়ই? সে ক্ষেত্রে মার্চ মাসে এইপারই আনছে সিগাল এসই (Seagull SE)। আড়াই ঘণ্টার চার্জে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত টানা কাজ করতে পারবে 25,000 টাকার এসই। যদিও সেক্ষেত্রে পুকুরের ক্ষেত্রফল 850 স্কোয়ার ফুটের বেশি হলে সমস্যায় পড়বে সিগাল এসই। আপনার বাড়ির বা পাড়ার পুকুরটা যদি সাফ রাখতে পারেন, দশটা-পাঁচটার রোজনামচার বাইরে একটু হলেও তো জিরিয়ে নিতে পারেন! খরচ হবে ঠিকই, কিন্তু শুরুটা আপনিই করুন না। বা, পাড়ার আরও দশজনকে বলেও তো এই ডিভাইস কিনতে রাজি করাতে পারেন।