ISS Mission: চিনকে টক্কর দিতে মহাশূন্যে স্পেস স্টেশন বানানোর পথে ভারত, পাশে কোন দেশ?
Indian Space Station: বর্তমানে বিশ্বের বড় বড় দেশগুলির নজর মহাকাশের দিকে। যেখানে রাজনৈতিকভাবে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে যাচ্ছে চিন। তাই আমেরিকা চাইছে, যাতে সমস্ত শক্তিশালী দেশগুলি একজোট হয়ে চিনের সঙ্গে মোকাবেলা করতে পারে। কিছুটা হলেও পিছে ফেলতে পারে চিনকে।
ভারতের নিজস্ব স্পেস স্টেশন হবে। অর্থাৎ এবার থেকে মহাকাশে ভারতীয় মহাকাশচারীরা নিজেদের স্পেস স্টেশনেই থাকবে। এমনকি ভারতকে সবরকম সাহায্য করতে প্রস্তুত আমেরিকা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন। তিনি সদ্য ভারত সফরে এসেছেন। আর সেই দিকেই নজর এখন গোটা বিশ্বের। আর এই সফরেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় মহাকাশচারীদের পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন। আর ভারতকে তার নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন করার ক্ষেত্রেও সাহায্য করবেন। নেলসন স্পষ্ট জানিয়েছেন যে, আমেরিকা তার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরিতে ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে আমেরিকা কেন এমন করছে? তার আসল কারণ কী? চলুন জেনে নেওয়া যাক।
নেলসন তার ভারত সফরের সময় ঘোষণা করেছিলেন যে, আমেরিকা এবং ভারত আগামী বছর অর্থাৎ 2024-এর শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একজন ভারতীয় মহাকাশচারী পাঠানো হবে। আর সেই মহাকাশচারী নির্বাচন করবে ISRO, নাসা নয়।
ভারতের মহাকাশ স্টেশন…
বিল নেলসন মনে করেন, ভারত 2040 সালের মধ্যে নিজস্ব বাণিজ্যিক মহাকাশ স্টেশন করে ফেলবে। তাঁর মতে, ভারত যদি আমেরিকার সঙ্গে সহযোগিতা করতে চায়, তাহলে আমেরিকাও প্রস্তুত। তবে এটা পুরোটাই ভারতের ওপর নির্ভর করবে।
অনেক আমেরিকান কোম্পানি সাহায্য করতে চায়…
নেলসনের সঙ্গে অনেক আমেরিকান কোম্পানি ISRO-এর সঙ্গে সহযোগিতা করতে চাইছে। আমেরিকার বোয়িং, ব্লু অরিজিন, এলএলসি, ভয়েজার স্পেস হোল্ডিংস-এর আধিকারিকরাও ISRO-এর সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে আসতে চাইছে। কিন্তু এমনটার কারণ কী? আসলে মহাকাশ নিয়ে বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। আপনার মনে হতেই পারে, আমেরিকার মতো দেশ, যে একসময় ভারতকে যে কোনও ধরণের প্রযুক্তি দিতে নাকচ করত। সে হঠাৎ কেন হাত মেলাতে চাইছে? এমনটাও হতে পারে, বর্তমানে বিশ্বের বড় বড় দেশগুলির নজর মহাকাশের দিকে। যেখানে রাজনৈতিকভাবে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে যাচ্ছে চিন। তাই আমেরিকা চাইছে, যাতে সমস্ত শক্তিশালী দেশগুলি একজোট হয়ে চিনের সঙ্গে মোকাবেলা করতে পারে। কিছুটা হলেও পিছে ফেলতে পারে চিনকে। তাই এমন সিদ্ধান্ত।