AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এমআই ১১-র ‘গ্লোবাল লঞ্চ’ আগামী ৮ ফেব্রুয়ারি, কত দাম শাওমির নতুন ফোনের? থাকছে কী কী ফিচার

এমআই ১১-তে থাকবে ৬.৮১ ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।

এমআই ১১-র 'গ্লোবাল লঞ্চ' আগামী ৮ ফেব্রুয়ারি, কত দাম শাওমির নতুন ফোনের? থাকছে কী কী ফিচার
বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের ডিসপ্লে। এছাড়াও থাকবে হার্ট-রেট সেনসর।
| Updated on: Jan 30, 2021 | 7:47 PM
Share

লঞ্চ হতে চলেছে এমআই ১১। আগামী ৮ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ করবে শাওমি। সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এমনটাই জানানো হয়েছে। টুইটারে একথা ঘোষণা করেছেন শাওমি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শাওমির অফিশিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেলেও দেখানো হবে এই লঞ্চ প্রোগ্রাম। Qualcomm’s latest Snapdragon 888 থাকবে এই ফোনে। ৮ ফেব্রুয়ারি গ্লোবাল লঞ্চের পর খুব তাড়াতাড়ি এই ফোন ভারতের বাজারেও আসবে বলে শোনা গিয়েছে।

শাওমি এমআই ১১-এর দাম-

৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজের এই ফোনের দাম প্রায় ৪৫,৩০০ টাকা।

৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজের মডেলের দাম ৪৮,৭০০ টাকা।

১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের এই ফোনের দাম প্রায় ৫৩,২০০ টাকা।

কী কী ফিচার থাকছে এই ফোনে-

১। এমআই ১১ ফোনে থাকবে Qualcomm Snapdragon 888 SoC

২। স্টিরিও স্পিকার থাকবে এই ফোনে। সেই সঙ্গে থাকছে Harman Kardon-এর সাউন্ড টিউন।

৩। বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের ডিসপ্লে। এছাড়াও থাকবে হার্ট-রেট সেনসর।

৪। এনএফসি, ওয়াই-ফাই ৬ই পরিষেবার পাশাপাশি এই ফোনে দুটো ব্লুটুথ হেডসেট একসঙ্গে যুক্ত করার সুবিধে থাকছে।

৫। এমআই ১১-তে থাকবে ৬.৮১ ইঞ্চি AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট।

৬। এই ফোনে থাকছে তিনটি ক্যামেরার সেটআপ (ব্যাক ক্যামেরা)। এর পাশাপাশি থাকবে সিঙ্গল পাঞ্চ হোল ক্যামেরা (ফ্রন্ট ক্যামেরা)। রেয়ার সেটআপ ক্যামেরায় থাকছে ১০৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এর সঙ্গে থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। এছাড়াও থাকছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। সেলফি তোলার জন্য থাকবে ২০ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা।

৭। এমআই ১১ ফোনের ব্যাটারি 4,600mAh। এর সঙ্গে 55W ফার্স্ট চার্জিং পরিষেবাও থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে 50W ওয়ারলেস ফার্স্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিংয়ের পরিষেবা।