Viral Video: হাতির পালকে দেখে ভয়ে গা ঢাকা দিল বাঘ, দুর্লভ ভিডিয়ো সামনে আসতেই ভাইরাল
Latest Viral Video: সাফারির সময় পর্যটক এই অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করেন। এই ভিডিয়ো দেখলে বুঝতে পারবেন, যে হাতিকে দেখলেও বাঘ প্রাণের ভয়ে নিজেকে বাঁচানোর পথ খোঁজে।
Viral Video Today: জঙ্গলের প্রতিটা প্রাণীকেই নিজেদের জীবন যুদ্ধের লড়াই লড়ে যেতে হয়। যতই সে বনের রাজা হোক। এমনকি বাঘও সেই থেকে রক্ষা পায় না। তাদেরও ভয় করে চলতে হয় অন্য প্রাণীগের। বাঘও যে হাতিকে দেখে ভয়ে গুটিশুটি হয়ে লুকিয়ে যেতে পারে, তা হয়তো আপনি কল্পনাও করতে পারেন না। কিন্তু এমনটাই হয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে জঙ্গলের এক অপূর্ব মুহূর্ত, যা দেখে আপনি চমকে উঠবেন। এই ভিডিয়োটি উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের ধিকালা জোনের। যেখানে জঙ্গল সাফারির সময় পর্যটক এই অপূর্ব দৃশ্য ক্যামেরায় বন্দি করেন। এই ভিডিয়ো দেখলে বুঝতে পারবেন, যে হাতিকে দেখলেও বাঘ প্রাণের ভয়ে নিজেকে বাঁচানোর পথ খোঁজে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলে প্রবল বৃষ্টি হচ্ছে, যার মধ্যে একটি বাঘ এবড়োখেবড়ো পথ ধরে এগিয়ে চলেছে। আর সেই সময় হঠাৎই সে বুঝতে পারে সেখানে হাতি রয়েছে। ব্যাস! টের পেতেই বাঘ লুকিয়ে পড়ে জঙ্গলের ঝোপে। সেখানে একটি নয় বরং তিনটি হাতি একে একে রাস্তা পার হতে থাকে। যতক্ষণ না হাতিগুলি রাস্তা পার হয়, সে সেখানেই লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর হাতিগুলি পার হয়ে যেতে সে আবার উঠে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে নিয়ে চলতে শুরু করে। তার যখনই সে মনে করে সেখানে একটিও হাতি নেই, তখনই একটি হাতি এসে তাকে দেখে ফেলে। হাতিটিকে দেখতে পেয়েই ছুটতে শুরু করে বাঘটি। হাতিটি তাকে সেখান থেকে তাড়িয়ে তারপরে যায়।
View this post on Instagram
জঙ্গলের এই বিরল দৃশ্যটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিজেথা সিমহা (@VijethaSimha) পোস্ট করেছেন। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 300 টিরও বেশি লাইক এবং 3000 টিরও বেশি ভিউ হয়েছে। এই বিস্ময়কর মুহূর্ত দেখে অবাক নেটিজেনের একাংশ। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমি আগে কখনও বাঘকে এত ভয় পেতে দেখিনি।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “বাঘটি জানতো সেখানে অনেকগুলি হাতি রয়েছে। আর সে কোনওভাবে হয়তো তাদের এলাকাতেই ঢুকে গিয়েছে, তাই এভাবে লুকিয়ে গিয়েছে।”