Viral Video: পরনে সাদা শাড়ি, পায়ে স্কেট বোর্ড, কেরালার রাস্তা মাতাচ্ছেন এই সুন্দরী, ইন্টারনেটে অদ্ভুত মুগ্ধতা
Saree Clad Woman On Skate Board: সাদা শাড়ি পরে স্কেটবোর্ড নিয়ে কেরালার রাস্তা মাতালেন এক মহিলা। আর তাঁর সেই প্রাণবন্ত ভঙ্গিমায় স্কেটবোর্ডিং অনেকের মন গলিয়ে দিয়েছে। আপনিও ভিডিয়োটা একবার দেখুন।
জীবনে কখনও স্কেটবোর্ডিং (Skateboarding) ট্রাই করে দেখেছেন? এখনও পর্যন্ত যদি ট্রাই না করেন বা যদি একবার অন্তত ট্রাই করার চিন্তাভাবনা থাকে, তাহলে জেনে রাখুন স্টেকবোর্ডিং অত্যন্ত দুষ্কর একটা কাজ। সফল ভাবে একবার স্কেটবোর্ডিং করতে গেলে শুধু ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে এমনটা নয়। তার সঙ্গে ব্যালান্সের ধারণাটাও থাকতে হবে বেশ ভাল ভাবে। লারিসা ডি’সা নামের এক ট্রাভেল ইনফ্লুয়েন্সার অত্যন্ত নৈপুণ্যতার সঙ্গে স্কেটবোর্ডিং করে দেখালেন। আর তাতে তিনি এমনই দক্ষতার পরিচয় দিলেন যে, অনেকের কাছেই সেটি টিউটোরিয়াল ভিডিয়ো হিসেবে কাজে লাগতে পারে। কিন্তু যেখানে নেটপাড়ার লোকজনের নজর কেড়ে নিয়েছে, তা হল শাড়ি পরেই (Saree Clad Woman) লারিসা স্কেটবোর্ডিং করে দেখিয়েছেন। সেই ভিডিয়ো (Viral Video) দেখে মন মজে গিয়েছে নেটপাড়ার লোকজনের।
View this post on Instagram
লারিসা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিয়োটি শেয়ার করেছেন। সবুজে মোড়া কেরালার রাস্তাঘাটে সকাল বেলাতেই তাঁকে স্কেটবোর্ডিং করতে দেখা গিয়েছে। পরনে তাঁর সাদা শাড়ি। পায়ে তাঁর স্নিকার্স। ট্র্যাডিশনাল গজরায় তাঁর চুল বাঁধা রয়েছে পরিপাটি ভাবেই। কখনও তিনি হাসছেন, কখনও আবার শাড়ি নিয়ে নানারকম কেরামতি করেও দেখাচ্ছেন।
নানারকম অ্যাঙ্গেল থেকেও লারিসার এই ভিডিয়োটি তোলা হয়েছে। কখনও ড্রোন শট, কখনও আবার অন্য কোনও অ্যাঙ্গেল থেকে এই ভিডিয়ো ক্যাপচার করা হয়েছে। তবে এরকম শাড়ি পরে স্কেটবোর্ডে তাঁর এমন অবাধ বিচরণ যেন অনেকেরই নজর কেড়ে নিয়েছে। এ যেন তাঁর কাছে জলভাত!
ভিডিয়োটি শেয়ার করে লারিসা তার ক্যাপশনে লিখছেন, “আমি এই কাজটি করার সময় রাস্তায় অনেক দর্শক জড়ো হয়ে গিয়েছিলেন। কেউ কেউ সেলফি তুলছিলেন, কেউ আবার হাঁ হয়ে দেখে হাহাহা করে হাসছিলেন। তবে একটা বিষয় বলতেই হয় যে, শাড়ি পরে স্কেটবোর্ডিংয়ের কাজটি খুব একটা সহজ নয়।”
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। বহু মানুষ এই লারিসার এই শাড়ি পরে স্কেডবোর্ডিংয়ের ভিডিয়োটি দেখেছেন। প্রায় দেড় লাখের কাছাকাছি লাইক পড়েছে ভিডিয়োতে। কমেন্টও প্রায় এক হাজারের কাছাকাছি হতে চলল।