Optical Illusion: তীক্ষ্ণ নজর আপনার? ফুলের ভিড়ে লুকিয়ে থাকা তারাটি খুঁজে বের করতে পারবেন?
অনেক সময় আমাদের চোখের সামনেই এমন কিছু থাকে, যা আমাদের নজর এড়িয়ে যায় খুব সহজেই। এই ছবিটি তারই উদাহরণ। এখানে হরেক রকমের, রংবেরঙের ফুল রয়েছে। তার মধ্যে থেকে সত্যিই ফুল ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু ফুলের ভিড়ে লুকিয়ে থাকা তারাটিই আপনাকে খুঁজে বের করতে হবে। ভাল করে দেখুন তো একবার।
আচ্ছা, যখন পড়াশোনা করতেন, তখনকার মতো কি এখনও আপনার মাথা খাটাতে পারেন? পারেন কি না, তার পরীক্ষা করে দেখেছেন? সেটা করার জন্য আমাদের কাছে একটা মজাদার চ্যালেঞ্জ রয়েছে, যার পোশাকি নাম অপটিক্যাল ইলিউশন। সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো প্রতিনিয়তই এই ধরনের ইলিউশনগুলি দেখতে পান। এগুলি আসলে একধরনের ধাঁধা, বলা ভাল ছবির ধাঁধা, যার সমাধান করতে আপনাকে সত্যিই কাঠখড় পোড়াতে হয়।
ছবির ধাঁধাগুলি সমাধান করার বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, এই ছবিগুলি আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নিতে পারে। দ্বিতীয়ত, আপনার আইকিউ লেভেলও বাড়াতে পারে এই বিভ্রমগুলি। সেরকমই ছবি আপনাদের জন্য প্রতিদিনই আমরা একপ্রকার নিয়ম করে নিয়ে আসি। আজও তেমনই একটি ছবি আপনার নজরে এসে গিয়েছে ইতিমধ্যেই। এই ছবিটা আপনি দেখছেন, এখানে অনেক ফুল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন এই ছবিতেই রয়েছে একটি তারা, যা ফুলের ভিড়ে আপনার নজরে আসছে না। সেই তারাটিকেই আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।
অনেক সময় আমাদের চোখের সামনেই এমন কিছু থাকে, যা আমাদের নজর এড়িয়ে যায় খুব সহজেই। এই ছবিটি তারই উদাহরণ। এখানে হরেক রকমের, রংবেরঙের ফুল রয়েছে। তার মধ্যে থেকে সত্যিই ফুল ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু ফুলের ভিড়ে লুকিয়ে থাকা তারাটিই আপনাকে খুঁজে বের করতে হবে। ভাল করে দেখুন তো একবার।
কি, এখনও দেখতে পেলেন না ওই উজ্জ্বল তারকা? তাহলে একটা ছোট্ট হিন্ট দিই। এখানে যে তারাটি রয়েছে, সেটি দেখতে অনেকটা স্টারফিশের মতো। আপনি যদি এখনও সেটিকে দেখতে না পান, তাহলে নিচের ছবিটি একবার ভাল করে দেখে নিন।