Viral Video: সার্কাসের খাঁচা ছেড়ে বেরিয়ে শহর দাপাল সিংহ, মোবাইল হাতে শহরবাসীর আর্তনাদ

Circus Lion In Italy Streets: ভিডিয়োতে এক মহিলাকে বলতে শোনা গেল, ‘মামা মিয়া’। সেই সময় ওই মহিলার বাড়ির সামনে দিয়েই সিংহটি যাচ্ছিল। সম্ভবত তিনিই ভিডিয়োটি রেকর্ড করছিলেন। একদিন আগেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই তা ব্যাপক ভাইরাল। অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়োর ভিউ কয়েক লাখ ছাপিয়ে গিয়েছে। নেটিজ়েনরা ভিডিয়োর কমেন্ট সেকশনে নানাবিধ মন্তব্য করেছেন।

Viral Video: সার্কাসের খাঁচা ছেড়ে বেরিয়ে শহর দাপাল সিংহ, মোবাইল হাতে শহরবাসীর আর্তনাদ
খাঁচাছাড়া সিংহকে দেখে শহরবাসীর আত্মারাম খাঁচাছাড়া!
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 2:56 PM

সার্কাসের সিংহ তার ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে গেলে কী সাংঘাতিক কাণ্ড হতে পারে, কখনও আন্দাজ করে দেখেছেন? ইতালির একটি শহরের মানুষজন সম্প্রতি সেই ঘটনাই চাক্ষুষ করেছেন। রাতের শহর দাপিয়ে বেড়াল একটি সিংহ, যে সার্কাসের খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল। মানুষজন সেই ঘটনার সাক্ষী হওয়ার পর রীতিমতো আঁতকে উঠেছিলেন। সিংহটিকে ক্যামেরাবন্দিও করেছেন অনেকে। সে সময় শোনা গিয়েছে, শহরাবাসীর আর্তনাদ। একটা সিংহ খাঁচা থেকে বেরিয়ে লোকালয়ে চলে এলে মানুষ যে কতটা অসহায় বোধ করতে পারেন, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই ভিডিয়ো।

যদিও সিংহটি সার্কাস ছেড়ে বেরিয়ে পড়ার খানিক পড়েই স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে। মেয়র আলেসান্দ্রো গ্র্যান্ডো ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, “ভিয়েলে মেডিটেরানেওতে সার্কাস থেকে একটি সিংহ পালিয়ে গিয়েছে। প্রাণীটিকে অবিলম্বে সংলগ্ন জলপথে শনাক্ত করা হয়েছিল। সার্কাস কর্মীরা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় সিংহটিকে ধরার চেষ্টা করছে, তার জন্য অভিযানও পরিচালনা করছে। অনুগ্রহ করে একটু সতর্কতা অবলম্বন করে চলুন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোবেন না।”

ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইতালির লাদিসপোলি শহরের রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছে সিংহটি। ভিডিয়োতে এক মহিলাকে বলতে শোনা গেল, ‘মামা মিয়া’। সেই সময় ওই মহিলার বাড়ির সামনে দিয়েই সিংহটি যাচ্ছিল। সম্ভবত তিনিই ভিডিয়োটি রেকর্ড করছিলেন। একদিন আগেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। এর মধ্যেই তা ব্যাপক ভাইরাল। অল্প সময়ের মধ্যেই এই ভিডিয়োর ভিউ কয়েক লাখ ছাপিয়ে গিয়েছে। নেটিজ়েনরা ভিডিয়োর কমেন্ট সেকশনে নানাবিধ মন্তব্য করেছেন।

একজন লিখছেন, ‘হ্যাঁ, বাকিরা সবাই বন্দি। এদিকে তিনি মুক্ত।’ আর একজন যোগ করলেন, ‘প্রাণীদের নিয়ে এখনও সার্কাস দেখানো হয়? সত্যিই অযৌক্তিক কাজ।’ তৃতীয় জনের বক্তব্য, ‘এই সিংহটা যে ভাবে স্বাধীনতার স্বাদ নিচ্ছে, তা দেখে আমি অভিভূত। তবে পশুদের নিয়ে সার্কাস নিষিদ্ধ করা উচিত।’

কয়েক ঘণ্টার মধ্যেই সিংহটিকে উদ্ধার করা হয় এবং শহরের মেয়র ফেসবুকে আর একটি আপডেটও দেন। তিনি জানান যে, স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দলের তৎপরতায় সিংহটিকে উদ্ধার করা হয়েছে এবং সার্কাস কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।