Viral Video: মহিলার চুলে আটকে ভয়ঙ্কর সাপের বাচ্চা, ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা!
Snake Entered In Girl's Hair: মহিলার চুলে ঢুকে পড়ল একটি সাপ। আর সেই সাপটিকে দেখে যেন মহিলার কোনও ভয়ই নেই। তবে ভয় পেতে পারেন আপনি। ভিডিয়োটা একবার দেখুন, তাহলেই বুঝবেন।
সাপ (Snake) দেখলেই আঁতকে উঠি আমরা। টিভি পর্দাতে দেখলেই এক রাতের ঘুম উড়ে যায়। চোখের সামনে দেখা তো দূরস্ত। টুকটুক হামাগুড়ি দেওয়ার মতো করে যখন সাপেরা ইতিউতি চলাফেরা করে, ভয় লাগাটা স্বাভাবিকই। শুধু মানুষ নয়। সাপ দেখলে ভয়ে পালিয়ে যায় অনেক পশু-পাখিই। সরীসৃপদের মধ্যে কুমির এবং সাপকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। তবে এবার একটা সাপ এমনই কাণ্ড ঘটিয়ে বসল, তা দেখে অবাক হয়ে গিয়েছেন অনেকে। এক মহিলার চুলের ভিতরে ঢুকে পড়ল একটি সাপের বাচ্চা। আর সেই ভিডিয়ো ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে।
View this post on Instagram
কিছু সাপ খুবই বিষাক্ত, কিছু আরও বিপজ্জনক। তাই সবসময় সাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় সাপ সম্পর্কিত অনেক ধরনের ভিডিয়ো দেখেছেন। সাপ সম্পর্কিত ভিডিয়ো প্রায়শই ইন্টারনেটে ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিয়ো আবার খুবই আশ্চর্যজনক হয়। সম্প্রতি যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটিও কম আশ্চর্যজনক নয়।
ভিডিয়োটা দেখলে প্রথমেই নজরে আসবে ওই মহিলা। তার থেকে বেশি নজর কাড়বে মহিলার চুলে আটকে থাকা সাদা রঙের দড়ির মতো কিছু একটা। ভিডিয়োটি আরও একটু ভাল করে দেখলে বোঝা যায় যে, ওই সাদা দড়িটি আসলে একটি সাপ। একটি সাপের বাচ্চাই ঘুরে বেড়াচ্ছে এই মহিলার চুলে। তবে ওই মহিলা কিন্তু কোনও ভাবেই সাপটিকে দেখে ভয় পাননি। বরং চুলে ঘুরতে থাকা সাপটি নিয়ে মজার ছলে তিনি ভিডিয়ো করে চলেছেন।
তারপরই দেখা গেল তিনি আরামসে চুল থেকে সাপটিকে বের করছেন। সেই সাপটি চুলে আটকে থাকলেও কিন্তু পথ ছাড়ার নামই নিচ্ছে না। ইনস্টাগ্রামে স্নেক_ইউনিটি নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। ১৫০০-র কাছাকাছি লাইক পড়েছে ভিডিয়োটিতে। আর তা দেখেছেন প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ।
আরও পড়ুন: আপনমনে খেলছিল একরত্তি, হঠাৎই এক বন্য বাঁদর এসে টানতে টানতে নিয়ে গেল, শিউরে ওঠার মতো ভিডিয়ো
আরও পড়ুন: দরজায় বসে এক মহিলা, তাঁকে পাশ কাটিয়েই ঘরে ঢুকল ভয়ঙ্কর সাপ, তারপর…
আরও পড়ুন: রেগে গিয়ে কুমিরকে আক্রমণ ঘোড়ার, জলে নয়, ডাঙায় চলল খুব লড়াই