পার্কে স্লিপারে খেলায় মত্ত পান্ডার দল! মন ভাল করা ভিডিয়োয় মজেছে নেটিজ়েনরা

একটি পার্কের মধ্যে শিশুদের মতো পান্ডা চারটি স্লিপারে করে স্লিপ করে নামছে, আবার সিঁড়ি বেয়ে উঠছে, ফের স্লিপ করে মাটিতে নেমে যাচ্ছে। এমন মজা ওরা অনেকদিন করতে পারেনি বোধহয়।

পার্কে স্লিপারে খেলায় মত্ত পান্ডার দল! মন ভাল করা ভিডিয়োয় মজেছে নেটিজ়েনরা
পার্কে স্লিপারে খেলায় মত্ত পান্ডার দল!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2021 | 8:48 AM

পান্ডাদের শিশুসুলভ কীর্তির কথা কে না জানে! সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল হল একদল পান্ডাদের সুন্দর কুকীর্তির ভিডিয়ো। টুইটারের পজিটিভ সাইড, এই ক্য়াপশনে মাত্র ৩০ সেকেন্ডের একটি মন ভাল করা ক্লিপআপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখনও পর্যন্ত ভিডিয়োটি দেখেছেন ৫০হাজারে বেশি ভিউয়ারস।

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চার পান্ডা নিজেদের কোয়ালিটি টাইম দারুণ উপভোগ করছে। একটি পার্কের মধ্যে শিশুদের মতো পান্ডা চারটি স্লিপারে করে স্লিপ করে নামছে, আবার সিঁড়ি বেয়ে উঠছে, ফের স্লিপ করে মাটিতে নেমে যাচ্ছে। এমন মজা ওরা অনেকদিন করতে পারেনি বোধহয়। তাই একবার যখন সুযোগ পেয়েছে, তখন তা নিঝের সব ইচ্ছা পূরণ করেই ছাড়বে তারা। চারটি পান্ডা এক এক করে সিঁড়ি বেয়ে উঠে স্লিপ করে চলেছে। ভিডিয়োটিতে একঝলক কিপারকেও দেখা গিয়েছে। আর সেই সুন্দর ও মজার ভিডিয়োটি নেটদুনিয়ায় দারুণ সাড়া ফেলে দিয়েছে।

সকাল সকাল মন ভাল করা একটি ভিডিয়োতে তাই লাইক ও ভিউয়ের সংখ্যা বেড়েই চলেছে। বাড়ছে কমেন্টের সংখ্য়াও।

এখনও পর্যন্ত এই ভিডিয়োতে লাইক পড়েছে পাঁচ হাজারের মতো। কমেন্ট বক্সে জমা হয়েছে প্রচুর ইউজার্সের মতামত।

আরও পড়ুন: Viral Video: এত বড় হাঁ-মুখ! সত্যিই একবার হাঁ করলে ঢুকে যায় একটা গোটা আপেল