King Cobra: দুয়ারে ১৩ ফুট লম্বা গোখরো, ফোঁস ফোঁস আওয়াজে ঘরের দরজা খুলতেই মাঝরাতে ঘুম উড়ল বাড়ির বাসিন্দাদের
এর আগে গত ১৯ এপ্রিল টিলাবাড়ি ওজন লাইন সংলগ্ন এলাকায় চা বাগান থেকে একটি কিং কোবরা উদ্ধার হয়। একের পর এক কিং কোবরা সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জলপাইগুড়ি : দুয়ারে গোখরো! শুনতে অবাক লাগলেও শুক্রবার মাঝরাতে একটানা ফোঁস ফোঁস আওয়াজ শুনে ঘরের দরজা খুলতেই প্রায় ১৩ ফুট লম্বা একটি বিশালাকার গোখরোর(King Cobra) দেখা পান মেটেলির বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ওজন লাইনের একটি পরিবার। যা দেখে ঘুম উড়ে যায় বাড়ির অন্যান্য সদস্যদের। তাদের চিৎকারেই ঘুম ভেঙে যায় এলাকার অন্যান্য বাসিন্দাদেরও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে(Forest Department)। খবর যায় পরিবেশপ্রেমীদের (Environmentalist) কাছেও। তৎক্ষণাৎ সেখানে পৌঁছন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। ছুটে আসেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরাও। তাঁদের দীর্ঘক্ষণের প্রচেষ্টাতেই অবশেষে উদ্ধার করা হয় বিশালাকার সাপটিকে। তবে বন দপ্তরের কর্মীরা জানিয়েছেন সাপটি বেশ অসুস্থ অবস্থায় ছিল। সেই কারণেই প্রাথমিক চিকিৎসার পরে জঙ্গলে ছাড়া হয় সাপটিকে।
ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে পরিবেশ কর্মী শ্যামাপ্রসাদ পান্ডে বলেন, ‘ আমাদের কাছে হঠাৎ খবর আসে টিলাবাড়ির ওজন লাইনের অজয় ওরাওয়ের বাড়িতে একটি বিশালাকার গোখরো ঢুকে পড়েছে। তারপরই ছুটি যাই আমরা। বন দপ্তরের কর্মী ও আমাদের দলগত প্রচেষ্টার জেরেই সাপটিকে আমরা উদ্ধারে সমর্থ হই। স্থানীয় ক্যুইক রেসপন্স টিমের ছেলেরাও আমাদের যথেষ্ট সাহায্য করে। বর্তমানে সাপটিকে গুরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। দু’দিন আগে এই বাড়ির কাছাকাছি এলাকায় ওজন লাইনের একটি চা বাগান থেকে আরও একটি বড় গোখরো উদ্ধার হয়। এই গোখরোটি আগের সাপটির সঙ্গী হয়ে থাকতে পারে’। প্রসঙ্গত, এর আগে গত ১৯ এপ্রিল টিলাবাড়ি ওজন লাইন সংলগ্ন এলাকায় চা বাগান থেকে আরও একটি গোখরো উদ্ধার হয়। একের পর এক গোখরো উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ওই ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়।
এদিকে এদিনই আবার বাঁশ ঝাড়ের মধ্যে ১০ ফুট লম্বা অজগর উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাল মহকুমার ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের উত্তর খালপাড়া গ্রামে। শনিবার সকালে মাঠে গরু চড়াতে গিয়ে ওই বিশালাকার অজগরটিকে দেখেন এলাকার এক বাসিন্দা। তারপরেই আতঙ্ক ছাড়ায় পার্শ্ববর্তী সমস্ত গ্রামে। তারপরই খবর যায় বন দপ্তরে। দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় বন দপ্তরের আপালচাঁদ রেঞ্জ ও মালহাটি বিট অফিসের কর্মীরা। এদিকে অজগর দেখতে মুহূর্তেই ভিড় জমে যায় ওই এলাকায়। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় বন দপ্তরের কর্মীদের। ঘটনা প্রসঙ্গে ওই এলাকার বাসিন্দা নরেন বসাক ঘটনা জানান, ‘আমার বাড়িতে বাচ্চারা রয়েছে। এই ঘটনায় সকলেই আতঙ্কে রয়েছেন। বাড়ির কাজকর্মও সব থমকে রয়েছে। তবে বন দপ্তরের কর্মীরা সপাটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর এখন অনেকটাই চিন্তা মুক্ত হয়েছি আমরা’।
আরও পড়ুন- ভোজ্য তেলের জোগানে বড়সড় ঘাটতি, চলতি মাসের শেষ থেকে হু হু করে বাড়তে পারে দাম