Balurghat Municipality: পুরকর্মীদের হেনস্থা, পুলিশি নিরাপত্তা বাড়ল বালুরঘাট পুরসভায়

Balurghat: সম্প্রতি বালুরঘাট পুরসভার এক কর্মীকে কর্তব্যরত অবস্থায় মারধর করার অভিযোগ ওঠে। এর দু'দিন পরই ফের পুরসভার এক ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক ঠিকাদারের বিরুদ্ধে।

Balurghat Municipality: পুরকর্মীদের হেনস্থা, পুলিশি নিরাপত্তা বাড়ল বালুরঘাট পুরসভায়
নিরাপত্তা বাড়ল বালুরঘাট পুরসভায়। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2022 | 12:15 PM

দক্ষিণ দিনাজপুর: সম্প্রতি পুরকর্মীদের হেনস্থার অভিযোগ উঠেছিল বালুরঘাট পুরসভায়। তারপরই নড়েচড়ে বসল প্রশাসন। এবার থেকে যতক্ষণ পুরসভা খোলা থাকবে, সেখানে নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রচুর সিভিক ভলান্টিয়ার। থাকবেন পুলিশ আধিকারিকও। গত মঙ্গলবার বালুরঘাট পুরসভায় ঢুকে এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন পুরসভার কর্মীরা। সূত্রের খবর, তাঁদের মনোবল ফেরাতে মোতায়েন করা হল পুলিশ। সূত্রের খবর, পুরসভায় প্রতিদিনই দু’জন করে অফিসার ও মোটামুটি ২০ জন সিভিক ভলান্টিয়ার থাকবেন। যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র পুলিশি নিরাপত্তার বিষয়ে মান্যতা দেননি। তাঁর দাবি, পুলিশ মোতায়েন করা পুরোপুরি আইনগত ব্যাপার। প্রশাসনের বিষয়। নিরাপত্তার কোনও বিষয় নেই।

অশোক মিত্র বলেন, “নিরাপত্তার কী আছে? বালুরঘাটের মানুষ শান্তিপ্রিয়। বালুরঘাটের মানুষ সবসময় শান্তির পক্ষে। কখনওই তাঁরা বিশৃঙ্খলা করে না বা তা বরদাস্তও করে না।” অন্যদিকে বালুরঘাট থানার আইসি অসীম গোপ বলেন, “আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। এখনও আরও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।”

সম্প্রতি বালুরঘাট পুরসভার এক কর্মীকে কর্তব্যরত অবস্থায় মারধর করার অভিযোগ ওঠে। এর দু’দিন পরই ফের পুরসভার এক ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। নিরাপত্তার দাবিতে চেয়ারম্যানের দ্বারস্থ হন তাঁরা। এরইমধ্যে এই নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত বলে সূত্রের খবর। আগে পুরসভায় গুটি কয়েক সিভিক ভলান্টিয়ার থাকতেন। এবার তা বাড়ানো হল। থাকবেন পুলিশ আধিকারিকও।

আরও পড়ুন: West Bengal Weather Update: কালবৈশাখী দুরাশা, বইবে তাপপ্রবাহ…কোথায়, কোথায় জানিয়ে দিল হাওয়া অফিস

আরও পড়ুন:  CBI Summoned Anubrata Mondal: ‘রক্ষাকবচে’ও রক্ষা নেই অনুব্রতর, আজই ডেকে পাঠাল সিবিআই