AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের বাংলায় এল NRC-র নোটিস! ‘এটা অসাংবিধানিক, বেআইনি’ তীব্র ক্ষোভ প্রকাশ মমতার

NRC Notice: তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিষয়ে অসম কীভাবে হস্তক্ষেপ করে? হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে টার্গেট করেছেন মমতা। সীমারেখা লঙ্খন করছে অসমের বিজেপি সরকার, এ ভাষাতেই আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর।

ফের বাংলায় এল NRC-র নোটিস! ‘এটা অসাংবিধানিক, বেআইনি’ তীব্র ক্ষোভ প্রকাশ মমতার
ফের বাংলায় এনআরসি-র নোটিস Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 23, 2025 | 5:19 PM
Share

আলিপুরদুয়ার: দিনহাটার উত্তম ব্রজবাসীকে নিয়ে টানাপোড়েন মধ্যেই ফের বাংলায় এল এনআরসি-র নোটিস। ফালাকাটার বাসিন্দাকে পাঠানো এনআরসি-র চিঠির সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তাতেই দেখা যাচ্ছে, অঞ্জলী শীলের নামে নোটিস পাঠিয়েছেন অসমের ফরেনার্স ট্রাইবুনাল। ১৯ অগস্ট অসমের কোকড়াঝড়ে ফরেনার্স ট্রাইবুনালে হাজির হতে বলা হয়েছে তাঁকে। 

নোটিসের নিচে ফালাকাটা থানার উল্লেখ রয়েছে। উপরে কোচবিহার এসপি অফিসের সিল রয়েছে। জেলার নাম গড়মিলের কারণে এই নোটিস আলিপুরদুয়ারের বদলে কোচবিহারের এসপি অফিসে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আলিপুরদুয়ারের জটেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের মৈমনসিং পাড়ার বাসিন্দা অঞ্জলি শীল জানাচ্ছেন এখনও পর্যন্ত তাঁরা কোনও নোটিস হাতে পাননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে বলছেন, আমার কাছে কোনও তথ্য নেই। যাঁরা পাঠিয়েছেন তাঁরাই বলতে পারবেন। 

তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিষয়ে অসম কীভাবে হস্তক্ষেপ করে? হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে টার্গেট করেছেন মমতা। সীমারেখা লঙ্খন করছে অসমের বিজেপি সরকার, এ ভাষাতেই আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “এটা অসাংবিধানিক, বেআইনি। ওরা কিন্তু সীমারেখা লঙ্খন করছেন। আমি বিজেপিকে বলব নিজেদের চরকায় তেল দিন।” এর আগে দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীর কাছেও এসেছিল এনআরসি-র নোটিস। যা নিয়েও চাপানউতোর কম হয়নি। ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা নিজেও।