AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: চাল চুরি করতে কেনা হয়েছিল আস্ত পিকআপ ভ্যান! বাঁকুড়ার কেসে হুগলি থেকে গ্রেফতার ২

ICDS Center: হানা দেওয়া হয় তারালি গ্রামে। সেখান থেকে গ্রেফতার করা হয় সুব্রত খানকে। এরপর সোজা চলে যান সিঙ্গুর থানার যমপুকুর গ্রামে। সেখান থেকে গ্রেফতার করা হয় অরিজিৎ ধাড়াকে। বমাল উদ্ধার করা হয় চুরি যাওয়া চাল সহ চুরির কাজে পিক আপ ভ্যনটিকেও।

Bankura: চাল চুরি করতে কেনা হয়েছিল আস্ত পিকআপ ভ্যান! বাঁকুড়ার কেসে হুগলি থেকে গ্রেফতার ২
পুলিশি তদন্তে গ্রেফতার ২ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2025 | 3:19 PM
Share

বাঁকুড়া-হুগলি: আইসিডিএস কেন্দ্র থেকে চাল চুরি করতে রীতিমতো পিকআপ ভ্যানও কেনা হয়েছিল। সকলের চোখের আড়ালেই চুপিচুপি চলছিল কাজ। ফাঁদটাও পাতা হয়েছিল ভালভাবেই। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ তদন্ত নামতেই সব পর্দাফাঁস। গ্রেফতার দুই যুবক। জুড়ে গেল বাঁকুড়া থেকে হুগলি। সম্প্রতি বাঁকুড়ার কোতুলপুর থানার ডেওপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়ে গিয়েছিল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত ১১ অক্টোবর রাতে বাঁকুড়ার কোতুলপুর থানার ডেওপাড়া আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনা ঘটে। বেশ কয়েক বস্তা চালের সঙ্গে তেলও গায়েব হয়ে যায়। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। 

কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কেন্দ্রের আইসিডিএস কর্মী রবিরানি পণ্ডিত। তারপরেই কোমর বেঁধে মাঠে নামে পুলিশ। জোরকদমে শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান ছিল এর পিছনে কোনও পেশাদর চক্র জড়িত রয়েছে। সেই আঙ্গিকেই শুরু হয় তদন্ত। গোপন সূত্রে শুরু হয় খোঁজ-খবর। সোমবার রাতেই তদন্তকারীরা চলে যান আরামবাগ থানা এলাকায়।

হানা দেওয়া হয় তারালি গ্রামে। সেখান থেকে গ্রেফতার করা হয় সুব্রত খানকে। এরপর সোজা চলে যান সিঙ্গুর থানার যমপুকুর গ্রামে। সেখান থেকে গ্রেফতার করা হয় অরিজিৎ ধাড়াকে। বমাল উদ্ধার করা হয় চুরি যাওয়া চাল সহ চুরির কাজে পিক আপ ভ্যনটিকেও। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে ধৃতরা। গোটা ঘটনার কথাই তাঁরা স্বীকার করে নেন। সাফ জানায়, পিক ভ্যানটিকে চুরির কাজে কাজে লাগানোর জন্য কেনা হয়েছিল। বিভিন্ন জেলার আইসিডিএস কেন্দ্রে হানা দিয়ে একই কায়দায় চুরি করত। মূল উদ্দেশ্যই ছিল চাল চুরি। এদিনই ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালাতে তোলা হয়।