CPIM: তৃণমূল সমর্থকরা প্রচারের সময় হঠাৎ করেই ঢুকে পড়ল CPM কার্যালয়ে, তারপর…

Lok Sabha Election 2024: একসময়ের বাম দূর্গ হিসাবে পরিচিত ছিল বাঁকুড়ার তালডাংরা। রাজ্যে পালাবদলের পরও সেই দুর্গ অটুট ছিল ২০১৬ সাল পর্যন্ত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভায় তৃণমূল জয় পেতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেই দুর্গ।

CPIM: তৃণমূল সমর্থকরা প্রচারের সময় হঠাৎ করেই ঢুকে পড়ল CPM কার্যালয়ে, তারপর...
বাঁকুড়ায় প্রচারে তৃণমূল প্রার্থীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2024 | 6:09 PM

বাঁকুড়া: এলাকায় প্রচারে বেরিয়ে দলের পতাকা কাঁধে তৃণমূলের নেতা কর্মীরা সটান ঢুকে পড়লেন সিপিএম-এর কার্যালয়ে। সিপিএম কার্যালয়ে থাকা কর্মীদের কাছে তৃণমূলের পক্ষে ভোটদানের আবেদনও জানালেন। বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিবড়দা গ্রামের এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তোলপাড় রাজনৈতিক মহল। নিছকই সৌজন্যতা নাকি প্রচারে চমক দিতেই এমন উদ্যোগ? সিপিএম কর্মীরা বিষয়টিকে তেমন আমল না দিলেও বিজেপির খোঁচা বিপন্নতা কাটাতে এখন সিপিএম-এর হাত ধরছে তৃণমূল।

একসময়ের বাম দুর্গ হিসাবে পরিচিত ছিল বাঁকুড়ার তালডাংরা। রাজ্যে পালাবদলের পরও সেই দুর্গ অটুট ছিল ২০১৬ সাল পর্যন্ত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভায় তৃণমূল জয় পেতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেই দুর্গ। রাজ্যে পালাবদলের পর বামেদেরও বারবার এই তালডাংরায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে। কিন্তু সেখানেই দেখা গেল এবার দেখা গেল অন্য ছবি।

তালডাংরার বর্তমান বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর হয়ে ভোট প্রচার করতে গিয়ে সিপিএম এর দলীয় কার্যালয়ে সটান ঢুকে পড়লেন তৃণমূলের নেতা কর্মীরা। ওই কার্যালয়ে বসে থাকা কর্মীদের কাছে তাঁরা ভোট দেওয়ার আবেদন করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের তালডাংরা ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের নেতৃত্বে এদিন বিবড়দা গ্রামে ভোট প্রচার চলছিল। সেই সময় বিবড়দা গ্রামে সিপিএম এর কার্যালয় খোলা থাকায় সেখানে পৌঁছে যান তৃণমূলের ব্লক সভাপতি। তাঁর বক্তব্য, বামেরা যদি বিজেপি সরকারকে হঠানোর লক্ষে তৃণমূলকে ভোট দেয় তাহলে জয়ের ব্যবধান আরও বৃদ্ধি পাবে। আর সেই লক্ষেই সিপিএম এর ওই কার্যালয়ে গিয়ে ভোট ভিক্ষা করা হয়েছে।”

সিপিএম অবশ্য বিষয়টিকে তেমন আমল দিতে নারাজ। তাদের দাবি, “তৃণমূলের মিছিলে লোক হয়নি। তাঁদের এমনই অবস্থা যে, একসময় যারা সিপিএমকে আক্রমণ করেছিল তারাই এখন সৌজন্যতা দেখাতে আমাদের কার্যালয়ে আসছে।”