Mamata Banerjee: ভোট মিটলেই ছাড়া পাবেন কেষ্ট? কীসের ইঙ্গিত দিলেন মমতা

Anubrata Mondal: লাভপুরের সভা থেকে মমতা বলেন, 'কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ওকে বলেছে, তুমি বিজেপি করবে না। বিজেপিকে মদত করে দাও। তাহলে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ওঁ ছাড়া পেয়ে যাবে।'

Mamata Banerjee: ভোট মিটলেই ছাড়া পাবেন কেষ্ট? কীসের ইঙ্গিত দিলেন মমতা
কেষ্ট প্রসঙ্গে কী বললেন মমতাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2024 | 5:21 PM

লাভপুর: বীরভূমে লোকসভা ভোটের প্রচার পর্বে ফের কেষ্ট-কথা মমতার গলায়। রবিবার বীরভূমের লাভপুরে নির্বাচনী প্রচার সভা থেকে আরও একবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারির ইস্যুতে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, ভোট মিটলেই অনুব্রতকে ছেড়ে দেওয়া হতে পারে। মমতার সংশয়, নির্বাচনের জন্যই অনুব্রতকে জেলবন্দি করে রাখা হয়েছে। লাভপুরের সভা থেকে তিনি বলেন, ‘কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ওকে বলেছে, তুমি বিজেপি করবে না। বিজেপিকে মদত করে দাও। তাহলে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ওঁ ছাড়া পেয়ে যাবে।’

উল্লেখ্য, প্রায় দুই বছর হতে চলল, গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ২০২২ সালের অগস্ট মাসে কেষ্ট মণ্ডলের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর প্রথমে আসানসোলের সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। তারপর বাংলার বাইরে নিয়ে গিয়ে রাখা হয় তিহাড় জেলে। কেষ্ট-কন্যা সুকন্যাও তিহাড়েই বন্দি। অতীতের নির্বাচনগুলিতে তৃণমূলের ভোটের কর্মকাণ্ড পুরোটাই দেখাশোনার দায়িত্বে থাকতেন কেষ্ট মণ্ডল। তাঁর সাংগঠনিক দক্ষতার উপর ভরসা ছিল দলের শীর্ষ নেতৃত্বেরও।

তবে এবার লোকসভা ভোটে বীরভূমে নেই কেষ্ট। এমন অবস্থায় তৃণমূলের সাংগঠনিক কাজকর্মের দেখভাল করছে দলের জেলা কোর কমিটি। আজ বীরভূমের লাভপুরের নির্বাচনী প্রচার সভা থেকে এবার ফের একবার কেষ্ট মণ্ডলের প্রসঙ্গ উঠে এল দলনেত্রীর কথায়। বীরভূমের দুই লোকসভা কেন্দ্রেই ভোট রয়েছে চতুর্থ দফায়। ১৩ মে। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ উস্কে দিয়ে মমতার দাবি, ভোট মিটলেই ছেড়ে দেওয়া হতে পারে কেষ্টকে।