Mamata Banerjee: ‘আমার সন্দেশখালি…’, বললেন মমতা, তারপরই কী শোনালেন তৃণমূল সুপ্রিমো

Mamata Banerjee, Sandeshkhali: চলতি বছরের শুরু থেকেই সংবাদ শিরোনামে সন্দেশখালি। শুরুটা হয়েছিল ইডির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। এরপর একের পর এক অভিযোগ উঠে এসেছে সন্দেশখালি থেকে। সম্প্রতি এক ভাইরাল ভিডিয়ো ক্লিপকে কেন্দ্র করে ভোটের আবহে ফের চর্চায় সন্দেশখালি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।

Mamata Banerjee: 'আমার সন্দেশখালি...', বললেন মমতা, তারপরই কী শোনালেন তৃণমূল সুপ্রিমো
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2024 | 3:51 PM

বোলপুর: লোকসভা নির্বাচনের প্রচার পর্বে সোমবার ফের সন্দেশখালির কথা তৃণমূল সুপ্রিমোর গলায়। বোলপুরের নির্বাচনী প্রচার সভা থেকে মমতার মুখে শোনা গেল ‘আমার সন্দেশখালি’। শতাব্দীর হয়ে ভোটের প্রচারে গিয়ে মমতা বললেন, ‘আমার সন্দেশখালির মা-বোনেদের কীভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়। আত্মসম্মান, গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল… এটার সম্মান অনেক বেশি।’

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই সংবাদ শিরোনামে সন্দেশখালি। শুরুটা হয়েছিল ইডির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। এরপর একের পর এক অভিযোগ উঠে এসেছে সন্দেশখালি থেকে। সম্প্রতি এক ভাইরাল ভিডিয়ো ক্লিপকে কেন্দ্র করে ভোটের আবহে ফের চর্চায় সন্দেশখালি। ওই ভিডিয়ো ক্লিপের ভিত্তিতে তৃণমূল দাবি করছে, সন্দেশখালির ঘটনাকে সাজানো হয়েছে। উল্টোদিকে ভাইরাল ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি শিবির। যদিও ওই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।

গত কয়েকদিন ধরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার সন্দেশখালি প্রসঙ্গে ভাইরাল ভিডিয়ো বিতর্কে বিজেপিকে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে। আজ লোকসভা ভোটের প্রচারে বোলপুরের সাইথিয়ায় এক জনসভা থেকে আবারও সন্দেশখালির মহিলাদের কাছে টানার চেষ্টা তৃণমূল সুপ্রিমোর। একইসঙ্গে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে মমতার বললেন, ‘ভোটে জিততে হবে, তাই ব্লু প্রিন্ট তৈরি করতে হবে।’ এরপরই মমতার সংযোজন, ‘বেশি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। বেশি চক্রান্ত কোরো না, একদিন চক্রান্ত ফাঁস হবেই। এসব এত সহজে হয় না।’