কয়লা কাণ্ডে অতি সক্রিয় সিআইডি, প্রথম গ্রেফতারির পর এবার লালা-ঘনিষ্ঠকে নোটিস

আগামী ১৫ মার্চের মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে কয়লাকারবারি জয়দেব খাঁ-কে, নোটিসে জানাল সিআইডি (CID)

কয়লা কাণ্ডে অতি সক্রিয় সিআইডি, প্রথম গ্রেফতারির পর এবার লালা-ঘনিষ্ঠকে নোটিস
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 5:43 PM

দুর্গাপুর: কয়লা পাচার (Coal Smuggling) কাণ্ডে প্রথম গ্রেফতারের পর আরও সক্রিয় হল সিআইডি (CID)। অন্ডালের কাজোড়া থেকে লালা ঘনিষ্ঠ রণধীর সিংকে গ্রেফতারের পর এবার কয়লা কারবারে যুক্ত জয়দেব খাঁয়ের আবাসনে গিয়ে নোটিস ধরাল রাজ্য পুলিশের সিআইডি।

শনিবার দুর্গাপুরে নিউটাউনশিপ থানার এলাকায় সপ্তর্ষি পার্কে একটি একটি বহুতল আবাসনে বেআইনি কয়লা কারবারে অভিযুক্ত জয়দেব খাঁয়ের আবাসনে হানা দেয় সিআইডি। জয়দেব খাঁয়ের দুটি আবাসনে অভিযান চলে। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ একটি বিশেষ দল সেখানে গেলেও আবাসনের দরজায় তালা ঝুলতে দেখা যায়। এই প্রেক্ষিতে সেখানে একটি নোটিস দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। নোটিসে বলা হয়েছে চলতি মাসের পনেরো তারিখ বেলা এগারোটার মধ্যে জয়দেব খাঁকে কলকাতার ভবানী ভবনে গিয়ে দেখা করতে হবে। সংশ্লিষ্ট আবাসনের নিরাপত্তা রক্ষীদের হাতেও নোটিসের কপি দেওয়া হয়।

প্রসঙ্গত, শুক্রবার রাতে সিআইডির একটি দল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থেকে গ্রেফতার করেছে অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ একজনকে। ধৃতের নাম রনধীর সিং। তার বাড়ি অন্ডাল থানার কাজোড়া এলাকায়। শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয় । সিআইডি সূত্রে জানা যায়, ধৃতকে জেরা করে অনেক তথ্য পাওয়া যাবে যা, এই মামলার তদন্তে অনেক সাহায্য করবে। উল্লেখ্য কয়লা পাচার কাণ্ডে এটাই প্রথম গ্রেফতার।

আরও পড়ুন: সংশোধনাগারের রান্নাঘরে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্যে রানাঘাটে

ইতিমধ্যে এই তদন্তে কেন্দ্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা একাধিকবার তল্লাশি চালিয়েছে রাজ্য জুড়ে। এই তদন্তে তল্লাশি চালানো হয়েছে কয়লা পাচার কাণ্ডে নাম উঠে আসা লালার বাড়িতেও। অন্যদিকে এই মামলায় বিনয় মিশ্রের এখনও কোনও খোঁজ পায়নি সিবিআই। বিনয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। অন্যদিকে, খোঁজ পাওয়া যাচ্ছে না বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রর। গরু ও কয়লা পাচারকাণ্ডে তদন্তে যখন গতি বাড়িয়েছে সিবিআই, তখন সিআইডিও আলাদা করে সক্রিয় হয়েছে কয়লা মামলায়।