Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাংলায় দুই জোকারের খিস্তি খেউড়ের রাজনীতি চলছে’, নির্বাচনী প্রচারে এসে ঘাস-পদ্মকে তোপ অধীরের

রোড শো-তে এ দিন বাম-কংগ্রেসের দলীয় পতাকা দেখা গেলেও দেখা যায়নি আইএসএফ বা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের পতাকা।

‘বাংলায় দুই জোকারের খিস্তি খেউড়ের রাজনীতি চলছে’, নির্বাচনী প্রচারে এসে ঘাস-পদ্মকে তোপ অধীরের
প্রচারে অধীর, ছবি ঋণ: ফেসবুক
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 5:22 PM

বাঁকুড়া: প্রথম দফার নির্বাচন শেষ। দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বাঁকুড়ার আটটি আসনে ভোট আগামী ১ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের আগে, সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস (Congress) প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল-বিজেপিকে (TMC-BJP) সরাসরি তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)।

মঙ্গলবার সকালে, তামলিবাঁধ ময়দানে নামে অধীরের কপ্টার। সেখান থেকে রোড শো-এ যোগ দেন অধীর। বাঁকুড়া মাচানতলা থেকে রোড শো শুরু হয়ে বাঁকুড়া বাজার ঘুরে লালবাজার মোড়ে এসে শেষ হয় সেই রোড শো। রোড শো-এর পর পথ সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

এ দিন রোড শো-তে সংযুক্ত মোর্চার সমর্থনে পথে নামেন কয়েকশো কর্মী। জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক দাবিতে সরব হন তাঁরা। রোড শো-তে এ দিন বাম-কংগ্রেসের দলীয় পতাকা দেখা গেলেও দেখা যায়নি আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) পতাকা। জোট শরিক হিসেবে যতটা জরুরি বাম ঠিক ততটাই আইএসএফও। তাহলে কেন দেখা গেল না পতাকা?

এ প্রসঙ্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলায় দুই জোকারের রাজনীতি চলছে। এই জোকারদের খিস্তি খেউড়ে মানুষ বিপর্যস্ত। এই রাজনীতির হাত থেকে মানুষকে মুক্ত করতে আমাদের লড়াই। তাই আমরা জোট বেঁধেছি।’ তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ কাকে চায় সেটা ২ মে জানা যাবে।’

যদিও, প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যে নীরব থেকেছে ঘাস-পদ্ম উভয় শিবিরই। স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: দু’দশক আগে শুভেন্দুকে হারিয়েছিলেন, নন্দীগ্রামে শেষবেলায় হাজির হলেন মমতার মঞ্চে