BJP-TMC: তৃণমূল করার অপরাধে ‘সামাজির বয়কটের’ অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে
BJP-TMC: জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় ঘাসফুল শিবির।
কোচবিহার: এবার উলটপুরাণ । কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তুরকানির কুঠি এলাকা। অভিযোগ, সেখানে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার অপরাধে শাসকদলের আটটি পরিবারকে সামাজিকভাবে বয়কট করার অভিযোগ উঠল খোদ গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে। রাজ্যের শাসক দলকে সমর্থন করায় ওই ৮ টি পরিবারকে সামাজিক বয়কটের অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা ব্লক জুড়ে। ঘটনার বিরুদ্ধে সরব হয়ে ওই পরিবারগুলি বিডিও দফতরে লিখিত ভাবে অভিযোগ দায়ের করল।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় ঘাসফুল শিবির। বাকি বারকোদালি -১ ,২ ও শালবাড়ি -১ ও ২ অঞ্চলে জয়ী হয় পদ্ম শিবির। অভিযোগ, শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পরে বিজেপির সন্ত্রাসে বাড়ি ছাড়া প্রচুর তৃণমূল কর্মী সমর্থক। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে সমর্থন করার অপরাধে বিজেপি সমর্থিত আটটি পরিবারের দোকান বন্ধ করে দেওয়া হয়। এমনকী বাজার-ঘাট, জমিতে চাষ-আবাদ, সমস্ত কিছুতে বাধা দেওয়া হয়। একই সঙ্গে প্রতিবেশীদের বাড়িতে যেতেও ফতোয়া জারি করে বিজেপি।
এই বিষয়ে গ্রাম প্রধান মনোরঞ্জন বাড়িয়া সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “সবটাই মিথ্যে অভিযোগ। কাউকেই সামাজিক বয়কট করা হয়নি। ওরা নিজের মতো চাষবাস করছে। হাল চাষ করছে। যদি বয়কট করা হত তাহলে তো চাষবাস করতেই দিতাম না। এই সব কিছুই হচ্ছে না।”