Cooch Behar Arms Recovered: মালদার পর এবার কোচবিহার, উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ
Cooch Behar Arms Recovered: গোপন সূত্রে খবর পেয়ে, তুফানগঞ্জ থানার পুলিশ দুই যুবককে অস্ত্র সহকারে হাতে নাতে ধরে ফেলে। পরে দুজনকে তুফানগঞ্জ থানায় আনা হয়।
কোচবিহার: অস্ত্র উদ্ধার কোচবিহারে। অত্যাধুনিক ৯ এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি-সহ তুফানগঞ্জে গ্রেফতার দুই যুবক। তুফানগঞ্জ ১নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কদমতলা সংলগ্ন এলাকা থেকে দুপুর দুটো নাগাদ দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম এক্রামুল ও শাহজাহান। ওই দুই যুবক বলরামপুর থেকে তুফানগঞ্জের উদ্দেশে আসছিল। তাদের সঙ্গেই ছিল একটি ৯ এম এম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে, তুফানগঞ্জ থানার পুলিশ দুই যুবককে অস্ত্র সহকারে হাতে নাতে ধরে ফেলে। পরে দুজনকে তুফানগঞ্জ থানায় আনা হয়। কী করণে ওই দুই যুবক অত্যাধুনিক অস্ত্র নিয়ে যাচ্ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে বড়সড় চক্র কাজ করছে কিনা, সেটাও তদন্ত করে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ। এদিকে, বুধবারই মালদার চাঁচল থানার দেবিগঞ্জ গ্রামে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির কারখানার হদিস পেয়েছে পুলিশ। পুলিশ উদ্ধার করেছে ৩৮ টি কার্তুজ ও অস্ত্র ও কার্তুজ তৈরির বিভিন্ন সরঞ্জাম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বগটুই গ্রামে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রজ্যের যেখানে যেখানে বোমা ও বেআইনি অস্ত্র সব উদ্ধার করতে । তারপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলবে পুলিশের বিশেষ অভিযান। সেই কারণে পুলিশের সব শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটি বাতিল করা হয়েছে আগামী ১০ দিনের জন্য।
রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে, সেই তল্লাশি চালানো হচ্ছে। যে সব থানায় এই সব অভিযোগ বেশি আসে, সেই থানাগুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছেন পুলিশ কর্তারা। সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলাই বাহুল্য বীরভূমে গত চারদিনে উদ্ধার হচ্ছে ৪০০টি বোমা, ৩০ কেজি বিস্ফোরক। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। তবে এর মধ্য়েও চলছে বোমাবাজির ঘটনা। ভাটপাড়া, হালিশহরে বোমাবাজি হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেই।
রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
আরও পড়ুন: এবার ভাদুর অনুগামীদের খোঁজ, তল্লাশি অভিযানে পঞ্চায়েতের কর্মাধ্যক্ষের বাড়িতেও সিবিআই